E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরা সদর ও শ্রীপুরে উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

২০২৪ এপ্রিল ২৪ ১৬:৩৬:১৬
মাগুরা সদর ও শ্রীপুরে উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর ও শ্রীপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ২৪ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেছে রিটার্নিং অফিসার। ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে ১ম ধাপে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলায় ২৪ জন চুড়ান্ত প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা নির্বাচন অফিস মিলনায়তনে প্রার্থীদের মাঝে এ প্রতীক বিতরণ করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো: মাসুদুর রহমান।

এ সময় উপজেলা সহকারি নির্বাচন অফিসার মো: শরিফুল ইসলাম সহ, সদর ও শ্রীপুর উপজেলার প্রাথীরা উপস্থিত ছিলেন।

মাগুরা সদর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমান মোটর সাইকেল), মীর আব্দুল কুদ্দুস (ঘোড়া), জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: জাহাঙ্গীর হোসেন (আনারস), আওয়ামী লীগ নেতা উত্তম কুমার বিশ্বাস (দোয়াত-কলম) ও জেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক মো: রেজাউল ইসলাম (হেলিকাপ্টার), ভাইস চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেতা বাহারুল ইসলাম (টিউবওয়েল) , আপেল মাহমুদ (মাইক), জেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক সমুন কুমার ঘোষ (উড়োজাহাজ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোসা: সোনিয়া সুলতানা (কলস), রুখসানা ইয়াসমিন নাজু (ফুটবল), মিনতী রানী দত্ত (পদ্মফুল) ও শারমিন আক্তার রোজী (হাঁস) মার্কা প্রতীক পেয়েছেন।

অপরদিকে, শ্রীপুর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী শরিয়াতউল্লাহ হোসেন মিয়া(মোটর সাইকেল ), এম এম মোতাসিম বিল্লাহ (ঘোড়া), মিয়া মাহমুদুল গণি (দোয়াত-কলম) ও খোন্দকার আসরার এলাহী (আনারস), ভাইস চেয়ারম্যান প্রার্থী বাবুল রেজা (টিউবওয়েল), প্রান্ত কুমার চাকী (উড়োজাহাজ) , কাজী জালাল উদ্দিন (তালা), মো: আলীনুর রহমান (টিয়াপাখি), খাইরুল আলম (চশমা), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নারগিস সুলতানা (ফুটবল), জোয়ারদার স্বর্ণালী (কলস) ও কৃষ্ণা রাণী দাস (হাঁস) মার্কা প্রতীক পেয়েছেন।

মাগুরা জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মাসুদুর রহমান বলেন, মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চুড়ান্ত ২৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হলো। নির্বাচনের আচারণ বিধি সংক্রান্ত সকল বিষয় প্রার্থীদের অবহিত করা হয়েছে।

(এমএফ/এসপি/এপ্রিল ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test