E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আবাদি অঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়া সর্বত্র সমান লোডশেডিং হচ্ছে’

২০২৪ এপ্রিল ২৪ ১৮:৫৯:৫১
‘আবাদি অঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়া সর্বত্র সমান লোডশেডিং হচ্ছে’

রাজন্য রুহানি, জামালপুর : বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হাবিবুর রহমান বলেছেন, 'দেশে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম। তাই লোডশেডিং হচ্ছে। চলমান তাপদাহ কমে গেলে স্বাভাবিক হবে পরিস্থিতি। তবে বোরো আবাদের অঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনা ছাড়া সব জায়গায় সমানভাবে লোডশেডিং হচ্ছে।'

তিনি আরও জানান, 'সোলার পাওয়ার প্লান্ট স্থাপন হলে আগামীতে গ্রামেগঞ্জে লোডশেডিং কমবে।'

বুধবার (২৪ এপ্রিল) জামালপুরের ইসলামপুর ও মাদারগঞ্জ দুই উপজেলার চরাঞ্চলে সৌর বিদ্যুতের প্লান্ট স্থাপন জায়গা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

এ সময় বাংলাদেশ পল্লী বিদ্যুৎতায়ন বোর্ডের চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তী, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ পিডিবি ও পল্লী বিদ্যুৎতের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিনিয়র বিদ্যুৎ সচিব জেলার ইসলামপুর উপজেলার গুঠাইল, উলিয়া এবং মাদারগঞ্জ উপজেলার চরাঞ্চলে সোলার পাওয়ার প্লান্ট স্থাপনের সম্ভাব্য স্থান পরির্দশন করেন।

(আরআর/এসপি/এপ্রিল ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test