E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরের মধুখালি ও বোয়ালমারি উপজেলায় সামাজিক সম্প্রীতি সভা

২০২৪ এপ্রিল ২৫ ১২:৫৫:১৯
ফরিদপুরের মধুখালি ও বোয়ালমারি উপজেলায় সামাজিক সম্প্রীতি সভা

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের মধুখালি ও বোয়ালমারি উপজেলায় সামাজিক সম্প্রীতি কমিটির দুটি পৃথক সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রথমটি- ফরিদপুরের মধুখালি উপজেলার আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদরুতজামান বাবু'র সভাপতিত্বে বুধবার সকাল সাড়ে দশটায় আড়পাড়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে সামাজিক সম্প্রীতি রক্ষা কমিটির এক সভা এবং সমাবেশ  অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালি উপজেলা নির্বাহী অফিসার মামুন আহমেদ অনীক, ফরিদপুর জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন, আরপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য শেখ আবু বাহার এবি সহ সকল ওয়ার্ড সদস্য এবং অত্র ইউনিয়নের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দ্বিতীয় সভাটি- সম্প্রতি ফরিদপুরের মধুখালি উপজেলায় ঘটে যাওয়া আলোচিত ঘটনাকে কেন্দ্র করে পার্শ্ববর্তী থানা বোয়ালমারীতে অনুষ্ঠিত হয়। বোয়ালমারি উপজেলার পৌর মেয়র মো. সেলিম রেজার সভাপতিত্বে বুধবার সকাল সাড়ে ১১ টায় বোয়ালমারি পৌরসভা কর্যালয়ে উক্ত সামাজিক সম্প্রীতি সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সভায় উপস্থিত ছিলেন, বোয়ালমারি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহাজাহান মৃর্ধা পিকুল, বোয়ালমারি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মুজিবর রহমান, বোয়ালমারি পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক নিখিল সাহা সহ পৌর কাউন্সিলরবৃন্দ ও অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত সভা দু'টিতে বক্তারা বাংলাদেশকে সামাজিক সম্প্রীতির রোল মডেল উল্লেখ করে বক্তারা বলেন, প্রাচীনকাল থেকে এখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সকলে মিলেমিশে বসবাস করে আসছে। বক্তারা জানান, ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামে মন্দিরে অগ্নিকাণ্ড ঘটানার সন্দেহে দুই যুবককে পিটিয়ে হত্যায় জড়িত ব্যক্তিদেরকে আইনের আওতায় আনতে প্রশাসন কাজ করছে। এই ঘটনাকে পুঁজি করে সরকার বিরোধি বিভিন্ন গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার আপ্রাণ চেষ্টা করছে। সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বক্তারা সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়া কেউ যেন সামাজিক মাধ্যমে কোন প্রকার গুজব ছড়াতে না পারে সে দিকে প্রশাসন সহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। তাছাড়া, সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে, আইনের প্রতি আস্থা রাখতে ও কাউকে ধৈর্য্যহারা না হতে আহ্বান জানান বক্তারা।

(আরআর/এএস/এপ্রিল ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test