E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

তীব্র তাপপ্রবাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য দিনাজপুরে ইস্তিস্কার নামাজ আদায়

২০২৪ এপ্রিল ২৫ ১৪:১১:৩৭
তীব্র তাপপ্রবাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য দিনাজপুরে ইস্তিস্কার নামাজ আদায়

শাহ্ আম শাহী, দিনাজপুর : তীব্র তাপপ্রবাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য দিনাজপুরে অনুষ্ঠিত হয়েছে ইস্তিস্কার নামাজ। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে দিনাজপুর শহরের লালবাগ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়ে।  এ নামাজে অসংখ্য মুসল্লি অংশ নেয়। নামাজে ইমামতি করেন, দিনাজপুর স্টেশন আহলে হাদীস জামে মসজিদের খতিব মাওলানা মো: আবু বক্কর সিদ্দিক।

উত্তপ্ত রোদ ও প্রচন্ড তাপদাহের মাঝেই দু'রাকাত বিশেষ নামাজ শেষে মুসল্লিগণ উল্টো দিকে দু'হাত আসমানের দিকে তুলে অশ্রুসিক্ত চোখে মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন। সকল প্রকার গুনাহ মাফসহ রাব্বুল আলামিনের রহমত কামনায় বৃষ্টির জন্য দু'হাত তুলে ফরিয়াদ করেন।

এ জেলায় বিগত দুই মৌসুমের রেকর্ড ভেঙ্গে এবার তাপমাত্রা বেড়েছে । গেল ২৪ ঘন্টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা গেল চলতি মৌসুমে দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

তবে, দিনাজপুরে সকালে সূর্য ওঠার সাথে সাথে তাপমাত্রা লাফিয়ে লাফিয়ে বাড়লেও রাত হলে তামপাত্রা কমতে শুরু করে। হালকা বাতাসের মাঝে ঠান্ডা অনুভুত হয় বলে জানিয়েছেন, দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন । তাপমাত্রা আরও বাড়বে বলে আশংকা করা হচ্ছে।
প্রচন্ড তাপদাহে বিপাকে পড়েছে,মানুষ ও,প্রাণিকুল। বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর ও সাধারণ মানুষ পড়েছেন,চরম ভোগান্তিতে। বেড়ে তাপদাহ জনিত রোগ-বালাই। আম-লিচুসহ মৌসুমি ফলমূল ও ফসলী শষ্যের ক্ষতি হচ্ছে।

(এসএএস/এএস/এপ্রিল ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

১১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test