E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ

২০২৪ এপ্রিল ২৫ ১৭:৪৫:৪৬
নড়াইলে বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজ

নড়াইল প্রতিনিধি : তীব্র দাবদাহের সঙ্গে কড়ারোদ আর অসহ্য গরমে অতীষ্ঠ হয়ে উঠেছে মানুষ। বৃষ্টির অভাবে নষ্ট হচ্ছে মাঠের ফসলসহ গ্রীস্মকালীন ফল আম, লিচু, কাঁঠালসহ নানা ধরনের ফসল।ভয়াবহ এই দাবদাহ থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নড়াইল পৌর এলাকার বাঘবাড়ি-রঘুনাথপুরে সালাতুল ইস্তিস্কার নামাজ আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১২টায় নড়াইল পৌর এলাকার বাঘবাড়ি-রঘুনাথপুর জামে মসজিদের সামনের মাঠে খোলা আকাশের নিচে এ ইস্তিস্কার নামাজ আদায় করেন মুসুল্লিরা। নামাজের ইমামতি করেন মাওলানা মো: বাইজিদ হুসাইন।

নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে রেহাই পেতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মুসল্লিরা অঝোরে চোখের পানি ছেড়ে দেন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। নামাজ ও দোয়ায় ছাত্র, যুবকসহ আশপাশের শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

(আরএম/এসপি/এপ্রিল ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test