E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বৃষ্টির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে অঝোরে কাঁদলেন মুসুল্লীরা

২০২৪ এপ্রিল ২৫ ১৮:৪৯:২০
বৃষ্টির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে অঝোরে কাঁদলেন মুসুল্লীরা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সারাদেশে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এমন অবস্থায় বরিশালে বৃষ্টির জন্য মহান সৃষ্টিকর্তার রহমত কামনা করে দুই রাকাত সালাতুল ইসস্তেকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। আজ বৃহস্পতিবার সকাল নয়টায় ওলামায়ে মাশায়েকের আয়োজনে নগরীর একে স্কুল মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়েছে।

নামাজের ইমামতি করেছেন নগরীর জামে কসাই মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ কামাল উদ্দিন মঈনী। সালাতুল ইসস্তেকার নামাজে জেলা ওলামা মাশায়েক সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান, একে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট গোলাম মাসউদ বাবলুসহ বিভিন্ন বয়সের শত শত মুসল্লীগণ অংশগ্রহন করেন। নামাজ শেষে সৃষ্টিকর্তার দরবারে মুসল্লীরা দুই হাত উপরে তুলে দোয়া করেন। মোনাজাতে মুসল্লীরা নিজেদের পাপের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে রহমতের বৃষ্টি কামনা করেন। এসময় পুরো মাঠজুড়ে কান্নার রোল পরে যায়।

খতিব মাওলানা মোঃ কামাল উদ্দিন মঈনী বলেন, বৃষ্টি কামনা করে এই নামাজের আয়োজন করা হয়েছিলো। বৃষ্টি হলে দোয়া কবুল হয়েছে বা বৃষ্টি না হলে দোয়া কবুল হয়নি, এমনটি বলার সুযোগ নেই। আমরা যদি আল্লাহর কাছে তওবা করে ফিরতে পারি ও চাইতে পারি তাহলে আমাদের সফলতা আসবে।

(টিবি/এসপি/এপ্রিল ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test