E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৩ দিনব্যাপী জালাল মেলার উদ্বোধন, দর্শক ও ভক্তদের উপচে পড়া ভিড়

২০২৪ এপ্রিল ২৫ ২২:৩৯:৪৬
৩ দিনব্যাপী জালাল মেলার উদ্বোধন, দর্শক ও ভক্তদের উপচে পড়া ভিড়

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : মরনোত্তর একুশে পদক প্রাপ্ত কেন্দুয়ার কৃতী সন্তান আত্মসন্ধানী মরমী বাউল সাধক জালাল উদ্দীন খাঁর ১৩০ তম জন্ম দিন উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী জালাল মেলার উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার বিকালে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন নেত্রকোনা-৩ আসনের এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু।

কেন্দুয়া জয়হরি স্প্রাই সারকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জালাল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। ভাইসাব খ্যাত সামিউল হক ভূঁইয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে জালাল মেলাকে সাগত জানিয়ে ভার্চুয়ালী বক্তব্য রাখেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকার।

বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলা একাডেমী সাহিত্য পুরুস্কার প্রাপ্ত নাট্যজন ও লোক সংস্কৃতি গবেষক সাইমন জাকারিয়া, নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রাফিকুজ্জামান। আলোচক হিসাবে জালাল উদ্দীন খাঁর জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জালাল উদ্দীন খাঁর দৌহিত্র লেখক গবেষক গোলাম ফারুক খান, গোলাম মুর্শেদ খান, লেখক গবেষক ও সাবেক সচিব মাসুদ সিদ্দিকী। উদ্বোধনীর শুরুতেই ঝংকার শিল্পী গোষ্ঠীর শিল্পীরা জালাল রচিত মানুষ রতন কর তারে যতন, যারে তোমার মনে চায়। এই গান পরিবেশন করেন।

৩ দিনের মেলা উপলক্ষ্যে ৪০টিরও বেশি সরকারি/বেসরকারি স্টল বসে। মেলা উপলক্ষ্যে পুতুল নাচ, লোকজ শিল্পের বিভিন্ন পণ্য উপস্থাপন করা হয়। এছাড়া জালাল রচিত বাউল গান পরিবেশন করেন, প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার, বাউল আব্দুস সালাম সরকার। এছাড়া লোক শিল্পী আব্দুল কুদ্দুছ বয়াতী তার দল গান পরিবেশন করবেন। ৩ দিনের মেলাকে ঘিরে জয়হরি স্প্রাই উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে নারী/পুরুষ দর্শক ও জালাল ভক্তদের ছিল উপচে পরা ভিড়।

(এসবিএস/এএস/এপ্রিল ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test