E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে বেইমানদের শিক্ষা দেবে জনগণ’

২০২৪ এপ্রিল ২৫ ২২:৪৩:১৯
‘লাল কার্ড প্রদর্শনের মাধ্যমে বেইমানদের শিক্ষা দেবে জনগণ’

একে আজাদ, রাজবাড়ী : আগামী ৮ মে পাংশা উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে এ নির্বাচনে পাংশার ভোটাররা লাল কার্ড প্রর্দশনের মাধ্যমে জাতীয় বেঈমানদের শিক্ষা দিবে,আমরা চাইলে ২ দিনই তারা মাঠে থাকতে পারবে না কিন্তু আমরা তা করতে চাই না আমাদের দায়িত্ববোধ থেকে আমরা চাই নিরোপেক্ষ নির্বাচন হোক। পাংশার মানুষ পাংশা উপজেলার ভোটাররা তাদের ব্যালটের মাধ্যমে লাল কার্ড দেখিয়ে মন্ডল পরিবারের অধ্যায় শেষ করবে। জনগনের হাতে ক্ষমতা রয়েছে তারা তা প্রয়োগ করবে ভোটের মাধ্যমে।

পাংশার মানুষ শান্তি চায়, উন্নয়ন চায় উন্নয়নের জন্য দূবৃত্তায়্যন দূর করতে হবে, পাংশায় কোন চাদাবাজ, টেন্ডারবাজ, উতক্তকারীদের স্থান হবে না। পাংশার মানুষ আগামী ৮ মে খোন্দকার সাইফুল ইসলাম বুড়োকে মটর সাইকেল মার্কায় ভোট দিয়ে শান্তির পক্ষে অবস্থান গ্রহণ করবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা চেয়ারম্যান প্রার্থী খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো’র মটর সাইকেল মার্কা প্রতীকের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিম।

বৃহস্পতিবার বিকাল থেকে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিলসহ পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হয় কয়েক হাজার নেতাকর্মী প্রচন্ড গরম উপেক্ষা করে জর্জ মাঠে জনসভায় যোগ দেন। পাংশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সামুল আলম মৃধা, সহ সভাপতি সাবেক মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মন্ডল পৌর আওয়ামীলীগের সিনিয়ন সহ-সভাপতি দিপক কুমার কুন্ডু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অতুর সরদার অতুর, শরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন খান,বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সজীব হোসেন,যশাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হোসেন খান, মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক, পাট্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ্বাস,কসবামাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ,কলিমহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস বানু, উপজেলার সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সাধারণ সম্পাদকগন, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ জালাল উদ্দিন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিদুল ইসলাম মারুফ,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার তাজবীর হাসান সিসিল, সেচ্ছাসেবকলীগের আহবায়ক নাজমুল হাকিম রুমি, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল আল মামুনসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ কয়েক হাজার ভোটার এবং তাদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

(একে/এএস/এপ্রিল ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test