E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুর ডুমাইনের ইউপি চেয়ারম্যান-মেম্বারকে ধরতে পুরস্কার ঘোষণা জেলা প্রশাসকের

২০২৪ এপ্রিল ২৭ ১৩:৫২:৪৪
ফরিদপুর ডুমাইনের ইউপি চেয়ারম্যান-মেম্বারকে ধরতে পুরস্কার ঘোষণা জেলা প্রশাসকের

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের মধুখালি উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে মন্দিরে আগুন দেওয়ার গুজব রটিয়ে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে দিয়ে দুই ভাই আরশাদুল ও আশরাফুল হত্যার ঘটনায় স্থানীয় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান তপন ও ১ নং ওয়ার্ড মেম্বার অজিত কুমার সরকারের সরাসরি সম্পৃক্ততা খুঁজে  পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের ধরিয়ে দিতে পারলে বা কোন প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করলে আর্থিক পুরস্কারের দেয়া হবে জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক।

শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মধুখালির ঘটনা নিয়ে এক প্রেস ব্রিফিং-এ এই ঘোষণা দেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান তালুকদার।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জানান, ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান তপন একজন চিহৃিত অপরাধী। ইতিমধ্যে সে দুইবার বরখাস্ত হয়েছে। ইউ চেয়ারম্যান আসাদুজ্জামান তপন ও ওয়ার্ড মেম্বার অজিত কুমার সরকার উভয়ই এখন পলাতক রয়েছে। তাদের ধরতে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছেন। এরই মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের প্রথমে মাগুরায় সনাক্ত ও পরবর্তীতে যশোরে সনাক্ত করলেও সেখান থেকে তারা পালিয়ে যায়।

জেলা প্রশাসক আরও জানান, এরই মধ্যে দেশের এয়ারপোর্ট ও বর্ডারে রাষ্ট্রীয়ভাবে তাদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তারা যাতে কোন ভাবে দেশ ত্যাগ করতে না পারে, সে বিষয়ে রাষ্ট্রের নির্দেশনা আছে বলেও নিশ্চিত করেছেন জেলা প্রশাসক।

ফরিদপুরের জেলা প্রশাসক এ সময় ওই চেয়ারম্যান ও মেম্বারকে ধরিয়ে দিতে বা তাদের ধরতে যেকোনো প্রকার তথ্য দিয়ে সহযোগিতা করলে, তথ্য দাতাকে পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির , জেলা ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক চৌধুরী রওশন আলী, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিসেস তামান্না তাসনীম, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং ফরিদপুরের ‌প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান তপনকে বহিষ্কার করা হবে বলেও জানান জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

(আরআর/এএস/এপ্রিল ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test