E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেয়েদের এডিট করা ‘আপত্তিকর’ ছবি ফেসবুকে ছেড়ে ব্ল্যাকমেইল, ৪ যুবক গ্রেপ্তার

২০২৪ এপ্রিল ২৮ ১৮:০৫:৪২
মেয়েদের এডিট করা ‘আপত্তিকর’ ছবি ফেসবুকে ছেড়ে ব্ল্যাকমেইল, ৪ যুবক গ্রেপ্তার

নবী নেওয়াজ, পাবনা : মেয়েদের এডিট করা ‘আপত্তিকর’ ছবি ফেসবুকে ছেড়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করেছে পাবনা ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও কম্পিউটার উদ্ধার করা হয়।  

আজ রবিবার দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার আকবর আলী মুন্সী।

গ্রেপ্তার হওয়া চক্রের সদস্যরা হলেন- পাবনা সদর উপজেলার নাজিরপুর গ্রামের ইসতিয়াক আহম্মেদ রঙ্গন, বিল বাদুড়িয়া এলাকার মো. শাহরিয়ার কবির আকাশ, পাবনা পৌর এলাকার রাধানগরের মো. ইমন আহাম্মেদ (২০) ও শালগাড়িয়া এলাকার মো. হাসিবুল হাসান তন্ময় (২২)।

পুলিশ সুপার জানান, ফেসবুকে হয়রানির শিকার হয়ে একাধিক স্কুল-কলেজপড়ুয়া ভুক্তভোগী ছাত্রীদের পরিবার পাবনা পুলিশ সুপারের কাছে অভিযোগ জানায়। তারা অভিযোগ করে, মেয়েদের ছবি তাদের ফেসবুক আইডি থেকে সংগ্রহ করে ‘এক্সপোজার অ্যান্ড কনফেশন সেন্টার পাবনা- ইসিসিপি’, ‘দ্যা বস’, ‘দ্যা রোস্ট হাউস’, ‘সত্য কথন ও ইসলাম’, ‘পাবনার অজানা তথ্য’সহ নানা ফেসুবক পেজে এডিট করা আপত্তিকর ছবি পোষ্ট করে আসছিল একটি চক্র। পরে ফেসবুক পেজ থেকে ওই ছবিগুলো ডিলিট করতে পেজের এডমিনরা ভুক্তভোগীর কাছে টাকা দাবি করে। তাদের দাবি মতো টাকা না দিলে আরও আপত্তিকর ছবি পোষ্ট করার হুমকি দেওয়া হতো। এমন অভিযোগের পরই পুলিশ অভিযানে নামে এবং অভিযানের একপর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ‘এক্সপোজার অ্যান্ড কনফেশন সেন্টার পাবনা- ইসিসিপি’ এর এডমিন ইসতিয়াক আহম্মেদ রঙ্গন, ইমন আহাম্মেদ ও শাহরিয়ার কবির আকাশ, ‘সত্য কথন ও ইসলাম এবং ‘দ্যা বস’ এর পেজের এডমিন হাসিবুল হাসান তন্ময়কে গ্রেপ্তার করা হয়।

অভিযোগের প্রেক্ষিতে পাবনা সদর থানার মামলা নং-৫৮ তারিখ ২৮/০৪/২০২৪ইং, ধারাঃ পর্নোগ্রাফি আইন ২০১২ এর ৮(২)(৩) ধারায় আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।

(এন/এসপি/এপ্রিল ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test