E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে অসহায় মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করলো জেলা পুলিশ

২০২৪ এপ্রিল ৩০ ১৭:০০:৪৪
ফরিদপুরে অসহায় মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করলো জেলা পুলিশ

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি অসহায় ও শ্রমজীবী মানুষদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, খাবার স্যালাইন ও গামছা বিতরণ করেন।

ফরিদপুরের পুলিশ সুপার মোর্শেদ আলম সবার উদ্দেশ্যে সচেতনতামূলক বক্তৃতাকালে জানান, 'যারা শ্রমজীবী মানুষ তাদের জন্য এই গরমে কাজ করা অনেক ঝুকিপূর্ণ। ওইসব মেহনতি মানুষদের সচেতন করার জন্যই ফরিদপুর জেলা পুলিশের আজকের এই আয়োজন।’

অতঃপর পুলিশ হাসপাতালের চিকিৎসক উপস্থিত জনতার উদ্দেশ্যে এই গরমে সুস্থ থাকার জন্য কি কি সুরক্ষা প্রয়োজন, কীভাবে সুস্থ থাকতে হবে, কীভাবে চলাচল করতে হবে, কি কি খেতে হবে, অসুস্থ হলে করণীয় কি; ইত্যাদি নানা বিষয়ে আলোকপাত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: সালাউদ্দিন, ফরিদপুর পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার সৈয়দ হাসানুল কবির, ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

(আরআর/এসপি/এপ্রিল ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test