E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে নিউট্রিশন ক্লাবের সদস্যদের ফারমার্স হাব পরিদর্শন

২০২৪ এপ্রিল ৩০ ১৮:৫১:১৫
দিনাজপুরে নিউট্রিশন ক্লাবের সদস্যদের ফারমার্স হাব পরিদর্শন

শাহ্ আলম শাহী, দিনাজপুর : পুষ্টিসমৃদ্ধ শহর গড়ার লক্ষ্যে দিনাজপুরের বিরলে গিরিধরপুর ফারমার্স হাব পরিদর্শন করেন নিউট্রশন ক্লাবের সদস্যরা।

‘সুখাদ্যে গড়ি, সুস্বাস্থ্যের আগামী’ এই শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার প্রকল্পের নিউট্রশন ক্লাবের মেন্টর, শিক্ষকবৃন্দ ও সদস্যদের নিয়ে এই ব্যাতিক্রম পরিদর্শন করেন।

বিরল গিরিধরপুর ফারমার্স হাবের মালিক মো: শাহীনুর ইসলাম এবং নিউট্রিশন ক্লাবের সদস্যদের হাবের আওতায় নিরাপদ উপায়ে উৎপাদিত ফসলের মাঠ পরিদর্শন করেন। এছাড়াও তারা চারা ও নিরাপদ উপায়ে পণ্য সরবরাহ ব্যাপারে জানতে পারেন।

এদিকে দিনাজপুর পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) অফিস প্রাঙ্গণের ২৫ ধরণের উৎপাদিত ফসল দিয়ে তৈরি করা পুষ্টি বাগান নিউট্রশন ক্লাবের মেন্টর, শিক্ষকবৃন্দ ও সদস্যরা পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: শেখ জিন্নাহ আল মামুন, সিনজেনটা ফাউন্ডেশন বাংলাদেশের নাইস প্রকল্পের ফিল্ড কোর্ডিনেটর মো: বদরুল আলম, ইএসডিও-নাইস প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রত্যয় চ্যাটাজি, ফিন্যান্স এন্ড এডমিন অফিসার মোঃ হোসেন আলী সাগর, নাইস প্রজেক্টের প্রজেক্ট অফিসার সুবর্না ইসলাম, মোঃ আব্দুল্লাহিল বারী ও মোঃ ইসমাইল হোসেনসহ প্রকল্পের সকল উন্নয়নকর্মীবৃন্দ।

প্রসঙ্গত: নাইস প্রজেক্টের দিনাজপুরে ২০টি স্কুলের প্রতিটি স্কুলের ২০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিয়ে কমিটি গঠন করে একটি নিউট্রিশন ক্লাব ও একটি গার্ডেন তৈরি করেছেন।

(এসএস/এসপি/এপ্রিল ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test