E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

চুয়াডাঙ্গায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

২০২৪ মে ০১ ১৬:২৪:৩৬
চুয়াডাঙ্গায় সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

শেখ লিটন, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলা শিল্প কলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম কক্ষে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন গানের বাজনাসহ বিভিন্ন সুর ধ্বনি তবলা বাজানোর মধ্যদিয়ে উঠে আসে। এতে সাংস্কৃতিক সন্ধ্যাটি আরো প্রাণবন্তর করে তোলে। এই সাংস্কৃতিক সন্ধ্যাটি উপভোগ করতে আসেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভারববর্ষের নদীয়া জেলা থেকে সুমন সরকার। এসময় সুমন সরকার তার চির চেনা গানের সুর ধ্বনি তবলা দিয়ে বাজানোর মধ্যদিয়ে তুলে ধরেন। একই সাথে উপস্থিত সকল সংগীত ছাত্র ছাত্রীরা আরো উৎসাহ ও উদ্দীপনা পাই অনুষ্ঠানের প্রধান অতিথি সুমন সরকারের কাছ থেকে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা শিল্প কলা একাডেমি সম্পাদক সাহেব এবং উচ্চাঙ্গ সংগীতের প্রশিক্ষক আব্দুস সালাম তারা এবং তবলা প্রশিক্ষক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা চেম্বার অব কর্মাসের পরিচালক কিশোর কুমার কুন্ডু, প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জেলার সংগীত ছাত্র ছাত্রীদের অভিভাবক বৃন্দ।

(এসএল/এসপি/মে ০১, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ ফেব্রুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test