E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চাঁদপুরে মেঘনায় বালুর জাহাজে অভিযান, গ্রেফতার ১১

২০২৪ মে ০১ ১৭:১৭:১৩
চাঁদপুরে মেঘনায় বালুর জাহাজে অভিযান, গ্রেফতার ১১

উজ্জ্বল হোসাইন, চাঁদপুর : চাঁদপুরের মেঘনা নদীতে বালু বহনকারী নৌযান বাল্কহেডে অভিযান চালিয়ে ১১টি বাল্কহেডের সুকানিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে সার্ভে সনদ ঝুলিয়ে না রাখা, রেজিস্ট্রেশন নম্বর প্রকাশ্যে স্থানে উৎকীরন ও সুকানি যোগ্যতা সনদ না থাকার অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়।

আজ বুধবার রাতে চাঁদপুর নৌথানা পুলিশের এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়। গত চব্বিশ ঘণ্টায় চাঁদপুর শহরের মোলহেড এবং রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার নামক স্থানে বাল্কহেডের উপর অভিযান চালিয়ে সুকানিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুকানিরা হলেন-আরিফুল ইসলাম (২৪), মো. আলমগীর খান (৪০), মোশারফ হোসেন (৩৫), কামাল হোসেন (৪৫), ইমন হোসেন (৩৬), মো. নাঈম (২৩), মো. জলিল হাওলাদার (৫০), মো. ইউসুফ (৩৫), মো. ইব্রাহীম (২৪), মো. ইব্রাহীম (২৪) ও মো. ইমরান বেপারী (২৮)।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, গ্রেফতার সুকানিদের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ এর বিভিন্ন ধারায় মেরিন আদালতে প্রসিকিউশন দাখিল করা হয় এবং জব্দকৃত ১১টি বাল্কহেড চালকদের নিকট বুঝিয়ে দেওয়া হয়েছে।

(ইউএইচ/এসপি/মে ০১, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test