E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেয়াদউত্তীর্ণ ওষুধ ও রিএজেন্ট রাখার অপরাধ

কাশিয়ানীতে ক্লিনিক মালিককে জরিমানা

২০২৪ মে ০১ ১৮:০৮:২৬
কাশিয়ানীতে ক্লিনিক মালিককে জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি প্রাইভেট ক্লিনিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ও রোগ নির্ণয় কাজে ব্যবহৃত রিএজেন্ট রাখার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমাণ আদালত। 

গতকাল মঙ্গলবার রাতে কাশিয়ানী উপজেলা সদরের নিরাময় ক্লিনিকে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এ অভিযানের নেতৃত্ব দেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও গোপালগঞ্জ জেলা প্রশাসন অফিস সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম কাশিয়ানী উপজেলার আড়কান্দি ও সিংগা গ্রামে সরকারি জমির উপর নির্মিত অবৈধ স্থাপনা এবং ব্রীজের তলদেশ ভরাট করে বাঁধ দেয়া অপসারণ কাজের তদরকি করতে যান। এদিন তিনি দুইটি আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে দেখেন এবং উপজেলা কার্যালয় ভিজিট করেন। এসব কাজ শেষে রাতে তিনি কাশিয়ানী উপজেলা সদর হয়ে গোপালগঞ্জ ফেরার পথে নিরাময় ক্লিনিক দেখতে পেয়ে সেখানে পরিদর্শনে নামেন। পরিদর্শনকালে ক্লিনিকে চিকিৎসারত রোগীদের সাথে কথা বলেন। পরে ক্লিনিকের ওষুধ স্টোর ও প্যাথলজি বিভাগে গিয়ে মেয়াদউত্তীর্ণ ওষুধ ও ফ্রিজে থাকা রিএজন্ট দেখতে পেয়ে সেগুলো জব্দ করেন। এসময় তার সাথে থাকা কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মুঃ রাসেদুজ্জামান ভ্রম্যমান আদালত পরিচালনা করে ক্লিনিক মালিক ডা. আসলামুজ্জামান কামালকে ২০ হাজার টাকা জরিমানা এবং পরবর্তিতে এই ধরনের কর্মকান্ড না করার জন্য সতর্ক করেন। জরিমানার টাকা অভিযুক্ত ব্যক্তি সরকারি রশিদের নগদ প্রদান করেন।

এসময় কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আমিনুল ইসলাম, গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামীম হাসান, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সেবগাতুল্যাহ, কাশিয়ানী থানার ওসি মোঃ জিল্লুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালের রোগী ডাক্তার ও নার্সদের সাথে কথা বলে তাদের খোঁজ খবর নেন তিনি।

(টিবি/এসপি/মে ০১, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test