E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজৈরে অসহায় পরিবারের ওপর হামলা, উচ্ছেদের পাঁয়তারা

২০২৪ মে ০১ ১৮:১৯:৩৮
রাজৈরে অসহায় পরিবারের ওপর হামলা, উচ্ছেদের পাঁয়তারা

বিপুল কুমার দাস, রাজৈর : মাদারীপুরের রাজৈরে অসহায় পরিবারের ওপর অতর্কিত হামলা ও বসতভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারার অভিযোগ উঠেছে একই এলাকার অভিলাষের বিরুদ্ধে।

এর আগে গত ২৫ মার্চ উপজেলার কদমবাড়ীর রথবাড়ী গ্রামের অসহায় অসীম মন্ডলের পরিবারের ওপর অতর্কিত হামলা চালায় অভিলাষ মন্ডল ও তার দলবল। এতে অসীম মন্ডলের স্ত্রী গোলাপী মন্ডল মারাত্মক জখম হন। এসময় ডাক চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

এ ব্যাপারে হামলার শিকার গোলাপী মন্ডল গত ২৯ এপ্রিল সাংবাদিকদের জানায়, অভিলাষ মন্ডল তার দলবল নিয়ে অতর্কিত হামলা করে। আমার চুল ধরে লাথি, চর, কিল, ঘুষি মারে। আমাকে ও আমার স্বামীকে মেরে ফেলার হুমকি দেয়। দীর্ঘদিন চিকিৎসার পর আমরা দুইদিন যাবৎ বাড়িতে আছি।এবং আমার ঘরের জিনিসপত্র সহ আমাদের জল খাওয়ার টিউবওয়েলের মাথা খুলে জোড় জুলুম করে নিয়ে যায়। আমাদের ঘর থেকে চলে যেতে বলে,না গেলে ঘরে আগুন ধরিয়ে দিবে জানায়।

হামলার শিকার অসীম মন্ডল জানায়, অভিলাষ মন্ডল অনেক দিন যাবৎ আমার এবং আমার পরিবারের ওপর আক্রমণ চালানোর চেষ্টা চালাইতেছে। আক্রমণকারী অভিলাষ মন্ডল জোড় করে আমার অনেকগুলো গাছ কেটে নিয়েছে। জোড় জুলুম করে আমার গাছের ফল পেড়ে নিয়েছে। আমার পালিত ৩০০ চিনা হাঁস বিষ খাইয়ে মেরে ফেলছে। আমরা অভিলাষের হুমকি, ধামকির কারণে নিরাপত্তারহীনতায় ভুগছি।

এ ব্যাপারে রাজৈর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং মাদারীপুর কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে হামলাকারী অভিলাষ মন্ডলের কাছে অসীম মন্ডলের পরিবারের ওপর অতর্কিত হামলা সম্পর্কে সাংবাদিকগণ জানতে চাইলে, ঘটনাটি সম্পুর্ণ মিথ্যা বলে জানায় অভিলাষ মন্ডল। তিনি জানান, অসীম মন্ডলের সাথে আমার জমিজমার বিরোধ আছে।

এ ব্যাপারে রাজৈর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাংবাদিকদের জানান, অসীম মন্ডল তার পরিবারের ওপর অতর্কিত হামলার একটি অভিযোগ দায়ের করেছে। আমরা ঘটনাটি খতিয়ে দেখে অভিযোগের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

(বিডি/এসপি/মে ০১, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test