E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশুলিয়ায় স্বামীর পিটুনিতে গার্মেন্টস কর্মীর মৃত্যু

২০২৪ মে ০২ ১৫:০৭:১০
আশুলিয়ায় স্বামীর পিটুনিতে গার্মেন্টস কর্মীর মৃত্যু

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর বেধড়ক মারধরে ময়না বেগম (৬০) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামী তৈমুর রহমানকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১ মে) রাতে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ময়না বেগম (৬০) আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকায় ভাড়া বাসায় বসবাস করে স্থানীয় গ্রামীণ নিটওয়্যার লি. নামের একটি পোশাক কারখানায় ক্লিনার পদে কাজ করতেন।

গ্রেফতার তৈমুর রহমান (৬৫) পেশায় দিনমজুর। তাদের গ্রামের বাড়ি নওগা জেলার নিয়ামতপুর থানার নিরাপাড়া গ্রামে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার বিকালে পারিবারিক কলহের জেরে বাগবিতন্ডার একপর্যায় ময়না বেগমকে মারধর করে তার স্বামী। পরে আহত অবস্থায় ময়না বেগমকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে কিল-ঘুষির আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানায় পুলিশ।

আশুলিয়া থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. বদিউজ্জামান বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

(টিজি/এএস/মে ০২, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test