E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাঙ্গামাটিতে বজ্রপাতে ২ নারীর মৃত্যু

২০২৪ মে ০২ ১৮:০৫:৪৬
রাঙ্গামাটিতে বজ্রপাতে ২ নারীর মৃত্যু

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। বজ্রপাতের সময় চায়ের দোকানে থাকা অন্তত ৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ মে) সকালে উপজেলা রূপকারী ইউনিয়নের বরাদম মুসলিম ব্লক গ্রামে এবং সাজেক ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মৃত নারীরা হলেন- রূপকারী ইউনিয়নের বরাদম মুসলিম ব্লক গ্রামের লাল মিয়ার স্ত্রী বাহারজান বেগম (৫৪) ও সাজেকের লংক্ষিয়ানপাড়ার রতন ত্রিপুরার মেয়ে তনি বালা ত্রীপুরা (৩৮)।

আহত ব্যক্তিরা হলেন,সুষমলাল চাকমা, তরুণ চাকমা, তৃণা চাকমা, রবীন্দ্রনাথ চাকমা, অক্ষয় মণি চাকমা, পাত্থর চাকমা ও অমর জ্যোতি চাকমা। তাঁরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া বটতলী গ্রামে একটি ষাঁড়ের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীন আক্তার জানান, বজ্রপাতে মৃত বাহারজান বেগমের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। তনি বালা ত্রীপুরার পরিবারকেও আর্থিক সহায়তা করা হবে।

স্থানীয় সূত্রের জানা যায়, সকাল ৯টার দিকে বজ্রসহ বৃষ্টি শুরু হলে বাহারজান বেগম মাঠ থেকে গরু আনার জন্য বাড়ি থেকে বের হন। তিনি রাস্তায় থাকা অবস্থায় বজ্রপাত হলে তিনি মারা যান। আর এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে শূকরের ঘর পরিচর্যা করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তনি বালা ত্রীপুরার মৃত্যু হয়। একই ওয়ার্ডের বড়াদম গ্রামে বজ্রপাতে স্বপন চাকমার দোকানে বসে থাকা ৭ জন আহত হন।

(আরএম/এসপি/মে ০২, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test