E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাভারে পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার

২০২৪ মে ০২ ১৯:৪৯:৩৩
সাভারে পৃথক অভিযানে ৫ আসামি গ্রেফতার

তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারে গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক তিন অভিযানে তিন মাদক কারবারি ও ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব।

এর আগে, বুধবার রাতের বিভিন্ন সময় তাদের আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, সাভারের সিঅ্যান্ডবি এলাকায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- লালমনিরহাটের সদর উপজেলার তিস্তা পাঙ্গাচারী এলাকার রবিউল ইসলাম রাকিব (২৫) ও ঢাকার সাভারের তালবাগ এলাকার মো. রাজিব মিয়া (৪০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘ দিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে সাভার ও আশপাশের এলাকায় বিক্রি করতো বলে জানায়। তাদের বিরুদ্ধে সাভার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

এছাড়া আশুলিয়ার গোরাট এলাকায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মো. নিজাম উদ্দিন (৪৭) আশুলিয়ার গোরাট এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক কারবারি কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অপরদিকে নাটোর ও রাজশাহীতে অভিযান চালিয়ে ধামরাই থানার ২০২৩ সালের ২ জুলাই হওয়া ডাকাতি মামলার (৩৯৬/৩৯৭ ধারা, মামলা নম্বর-২) দুই আসামিকে গ্রেফতার করা হয়।

আশুলিয়ায় স্বামীর পিটুনিতে গার্মেন্টস কর্মীর মৃত্যু গ্রেফতার ব্যক্তিরা হলেন- নাটোরের বরাইগ্রামের আহমেদপুর বাজার এলাকার মো. নজরুল ইসলাম (৪০) ও একই এলাকার মো. সোহেল রানা ওরফে মনা (৩০)। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, ‘ডিবি পুলিশ অপরাধ দমনে ভূমিকা রাখছে। তিনটি অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।’

(টিজি/এএস/মে ০২, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test