E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সবজির বাজারে গরমের তাপ

২০২৪ মে ০৪ ১৪:২৯:৪১
সবজির বাজারে গরমের তাপ

অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : তাপমাত্রার পারদ ওঠানামা করছে ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এরই মধ্যে ‘হিট অ্যালার্ট’ জারি হয়েছে দেশে। গত মার্চ মাস থেকে আবহাওয়ার এমন বৈরী আচরণে বিপাকে সব শ্রেণি-পেশার মানুষ। বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে সর্বত্র। বিশেষ করে প্রচণ্ড গরমে বাজারে সবজি সরবরাহ কম। ফলে দাম আরও বেড়েছে। সবজি বিক্রেতারা বলছেন, তাপপ্রবাহের প্রভাব পড়েছে সবজি সরবরাহের ক্ষেত্রে। চাষিদের খেতে সবজি নষ্ট হচ্ছে। এ ছাড়া বারবার সেচ দেওয়ার কারণে সবজি উৎপাদনের খরচও বাড়ছে। যে কারণে সবজির দাম বেশি।

শনিবার ঝিনাইদহের বাজারগুলো ঘুরে দেখা গেছে, গ্রীষ্মকালীন সবজি কচুরমুখী কেজি প্রতি ১৪০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা,রসুন ২০০ টাকা,পিঁয়াজ ৭০ টাকা,আলু ৫৫ টাকা,শুকনা ঝাল ৫০০টাকা,কচুরলতি ৬০টাকা, বেগুন ৭০ টাকা, করলা ৮০ টাকা,পটল ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, বরবটি ৫০ টাকা, শসা ৫০ টাকা, প্রতিটি লাউ বিক্রি হচ্ছে ৪০টাকা, কাচা পেঁপে ৬০ টাকা, ঝিঙ্গা ৮০ টাকা, সজনে ডাটা ১২০ টাকা এবং কাঁচা আম ১২০ টাকা, দেশী কাকজি লেবু ৬০ টাকা হালি,টমেটো ৬০ টাকা,গাজর ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নতুন হাটখোলা বাজারের সবজি বিক্রেতা আশাদুল মণ্ডল বলেন,কয়েকদিনের অতিরিক্ত গরমের কারণে সবজির দাম কিছুটা বেড়েছে। অতিরিক্ত গরমে সবজি নষ্ট হয়ে যাচ্ছে। ক্ষেত থেকে সবজি তুলতে পারছে না কৃষকেরা। আবার ফসল নষ্ট হয়ে যাওয়া ঠেকাতে বারবার সেচ দেওয়া লাগছে জমিতে, যে কারণে উৎপাদন খরচ বাড়ছে। চলতি তীব্র গরমে শহরে সবজির সরবরাহ কিছুটা কম, যার প্রভাব পড়েছে বাজারে।

আরেক ব্যবসায়ী ফজের আলী বলেন,আমরা পাইকারি বাজার থেকে যখন যেমন দামে মাল কিনে আনি, তখন সে রকম দামেই বাজারে বিক্রি করি। এখন বেশি দামে কিনতে হচ্ছে তাই বিক্রি করতেও হচ্ছে বেশি দামে।

তবে বৃষ্টি হলেই কিছু দিনের মধ্যেই সবজির দাম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে জানান সদর উপজেলার চাপড়ী গ্রামের সবজি চাষী ফয়সাল মিয়া।

(একে/এএস/মে ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test