E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নিঃস্ব কামালের মুখে হাসি ফোটালেন মেয়র ও মানবিক মানুষ

২০২৪ মে ০৪ ১৭:৩৬:৪৭
নিঃস্ব কামালের মুখে হাসি ফোটালেন মেয়র ও মানবিক মানুষ

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে কিস্তির টাকায় কেনা একমাত্র অবলম্বন ইজিবাইক চুরি হয়ে নিঃস্ব হয়ে পড়া কামালের দুর্দশার কথা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় তাকে একটি ইজিবাইক দিয়েছেন পৌরমেয়র মো. ছানোয়ার হোসেন ছানু। এছাড়াও স্ট্যাটাসদাতাদের কাছে কামালের ঘরবাড়ি মেরামতের জন্য বিভিন্ন অংকের ৬৬ হাজার টাকা অনুদান দিয়েছেন মানবিক মানুষজন।

শনিবার (৪ মে) দুপুরে পৌরপ্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে হতদরিদ্র কামালকে ইজিবাইক তুলে দেন মেয়র। একই সঙ্গে স্ট্যাটাসদাতা জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম ও স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আলী তাদের কাছে থাকা ৬৬ হাজার টাকাও কামালের কাছে তুলে দেন।

জানা গেছে, পৌর শহরের পাথালিয়া গ্রামের বাসিন্দা হতদরিদ্র কামালের একমাত্র অবলম্বন একটি ইজিবাইক চুরি হয়ে যায়। একটি সমিতি থেকে তিনি ঋণের দৈনিক কিস্তি হারে ইজিবাইকটি কেনেন। তাঁর থাকার একমাত্র ঘরটাও ভাঙাচোরা। প্রতিদিন কিস্তির টাকার চাপ ও ৫ জনের সংসারের ভরণপোষণের ব্যবস্থা করতে না পেরে তিনি খুবই অসহায় হয়ে পড়েছিলেন। তার এই দুর্দশার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম ও স্থানীয় সাংবাদিক মোহাম্মদ আলী।

এ নিয়ে জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত অতিথি পৌর মেয়র মো. ছানোয়ার হোসেন ছানুর কাছে মানবিক আবেদন জানান মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম। ওই অনুষ্ঠানে কামালকে মেয়র ইজিবাইক কিনে দেয়ার আশ্বাস দেন। ইতোমধ্যেই স্ট্যাটাসের কারণে ওই দুই স্ট্যাটাসদাতার কাছে বিভিন্ন অংকে ৬৬ হাজার টাকা অনুদান দেন মানবিক মানুষজন।

ইজিবাইক আর টাকা পেয়ে কামাল ও তার স্ত্রী আনন্দিত। তারা মেয়র ও দুই স্ট্যাটাসদাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে যারা কামালের জন্য অর্থ দিয়ে সহায়তা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কামাল ও তার পরিবার।

(আরআর/এসপি/মে ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test