E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাঙ্গাবালীতে মাধ্যমিক বিদ্যালয়ে তালা

২০১৪ নভেম্বর ১৮ ১৮:৫৮:০১
রাঙ্গাবালীতে মাধ্যমিক বিদ্যালয়ে তালা

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় কাছিয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে অভিভাবকরা। দীর্ঘদিন ধরে ব্যাপক অনিয়ম চলার কারণে বাধ্য হয়ে অভিভাবকরা এ পথ বেছে নিয়েছেন বলে জানা গেছে।

একই বিদ্যালয়ে ২ প্রধান শিক্ষক যথাক্রমে মঞ্জুরুল ইসলাম ও আঃ লতিফ নিজেদেরকে প্রধান শিক্ষক দাবি করে আসছে। এ নিয়ে আদালতে মামলা হওয়া সত্ত্বেও কোন সুরাহা হয়নি। যে কারণে বিদ্যালয়ে লেখাপড়া চরম বিঘ্ন ঘটছে। বর্তমানে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের জন্য ১২০০ টাকা নির্ধারণ করা হলেও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ৪-৫ হাজার টাকা নেয়া হচ্ছে বলেও অভিভাবকরা জানিয়েছেন।

এ সত্ত্বেও অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের ফরম পূরণ করতে এসে বিদ্যালয়টিতে কোন শিক্ষক না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে উত্তেজিত অভিভাবকরা বিদ্যালয়ের দরজায় তালা লাগিয়ে দেন। অন্যদিেেক বিদ্যালয়টিতে দুজন প্রধান শিক্ষক দাবী করায় দুপক্ষের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ব্যাপারে উত্তর কাজিরহাওলার এক ছাত্র অভিভাবক শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি এর সত্যতা স্বীকার করেছেন।

(আরআর/এএস/নভেম্বর ১৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test