E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরের ভাঙ্গায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে মতবিনিময় সভা

২০২৪ মে ০৫ ১৮:৩৯:৫৭
ফরিদপুরের ভাঙ্গায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে মতবিনিময় সভা

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের ভাঙ্গায়  সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার সকাল ১১ টায় ‌ভাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরত -এ -খুদার সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নের লক্ষ্যে অংশীজনদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‌সহকারি কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়া, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুন আল রশিদ, ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস, মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, বীরমুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব, ভাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, নানা শ্রেণী পেশার নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত সর্বজনীন পেনশন স্কীমের মাধ্যমে সামাজিক বৈষম্য, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। বয়সের একটা পর্যায়ে যখন কোন মানুষের আয় করার সক্ষমতা থাকেনা, তখন পেনশন স্কীমের মাধ্যমে ওই ব্যাক্তির কারও উপর নির্ভরশীল হওয়ার প্রয়োজন পড়েনা। এই যে অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা করার চিন্তা এটা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষেই সম্ভব। এ স্কীম সম্পর্কে জানতে এবং স্কীমে অন্তর্ভুক্ত হতে সোনালী ব্যাংক সহ নির্দেশিত স্থানে সুব্যবস্থা রয়েছে। সভায় সকল বেসরকারি চাকরিজীবী এবং অন্যান্য যে কোন পেশাজীবীদের এ স্কীমের আওতাভুক্ত হবার আহবান জানানো হয়।

(আরআর/এসপি/মে ০৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test