E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুবর্ণচরে চেয়ারম্যান প্রার্থী সাবাব চৌধুরীর উঠান বৈঠক

২০২৪ মে ০৬ ১৩:৪৭:৫৬
সুবর্ণচরে চেয়ারম্যান প্রার্থী সাবাব চৌধুরীর উঠান বৈঠক

মোঃ ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর : ৮ মে সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পুত্র আতাহার ইশরাক সাবাব চৌধুরীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

চরজব্বর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও পরিবহন নেতা অলি উদ্দিন হাওলাদারের আয়োজনে ৫ মে রাত ৮ টায় উপজেলার ১ নং চরজব্বর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ১২ নং সমাজ অলি উদ্দিন মার্কেট সংলগ্ন মাঠে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী সাবাব চৌধুরী, চরজব্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম বিএসসি, চরজুবিলীর চেয়ারম্যান সাইফুল্ল্যাহ খসরু, আওয়ামিলীগ নেতা মিজানুর রহমান দিপক, যুবলীগ নেতা রহিম চৌধুরীসহ নেতৃবৃন্দরা।

এসময় চেয়ারম্যান প্রার্থী আতাহার ইশরাক সাবাব চৌধুরী জয়ী হলে নানা উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন এবং সবাইকে আনারস প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করার অনুরোধ জানান।
অনুষ্ঠানে হাজার হাজার মানুষের অংশ গ্রহণ ছিলো চোড়ে পড়ার মত।

উল্লেখ্য, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮মে সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুবর্ণচর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদের প্রার্থী আতাহার ইশরাক শাবাব চৌধুরী। শাবাব নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর ছেলে। সেখানে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম। তিনি লড়ছেন দোয়াত-কলম প্রতীক নিয়ে লড়ছেন ভাইস চেয়ারম্যান পদে আব্দুল্যাহ আল মামুন জাবেদ, বাহার চৌধুরী, ফয়সাল আহমেদ আকাশ, রফিক উল্যাহ, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুন্নি আহমেদ, সালমা সুলতানা চৌধুরী, আলেয়া বেগম, ফাতেমা বেগম প্রতীদন্ধিতা করছেন।

(আইইউএস/এএস/মে ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test