E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাইয়ের চাপাতির কোপে জখম সাবেক র‌্যাব সদস্য মারা গেছেন

২০২৪ মে ০৬ ১৭:০৬:৩৯
ভাইয়ের চাপাতির কোপে জখম সাবেক র‌্যাব সদস্য মারা গেছেন

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের বলাডাঙ্গায় ভাইয়ের চাপাতির কোপে গুরুতর জখম সাবেক র‌্যাব সদস্য আজিবর রহমান মারা গেছেন। আজ সোমবার ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দিকে সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামে বড় ভাই আফসার আলীর চাপাতির কোপের শিকার হন তিনি। আজিবার রহমান (৩৭) সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের মৃত শহর আলীর ছেলে।

নিহতের শ্যালক মোঃ শাহীনুর রহমান জানান, ‘দুলাভাই (আজিবর রহমান) পুলিশের সিপাহী হিসেবে যোগদান করলেও সম্প্রতি ঢাকা র‌্যাব-১০ এর আওতাধীন যাত্রবাড়ি বিশেষ ক্যাম্পে কর্মরত ছিলেন। কয়েক বছর আগে দুলা ভাই আজিবর বাংলাদেশ পুলিশ ব্যাংক থেকে ছয় লাখ টাকা ঋণ নিয়ে ভাই আফছার আলীকে গরুর মাংসের ব্যবসার জন্য দেন। ঠিকমত টাকা পরিশোধ না করায় ও পৈতৃক জমি নিয়ে দুলা ভাইয়ের সাথে আফছার আলীর সম্প্রতি বিরোধ চলে আসছিল। এরই মধ্যে পাঁচ মাস আগে যাত্রাবাড়িতে কর্তব্যরত অবস্থায় একটি হোটেলে টাকা নিয়ে বিরোধের ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করার পাশপাশি বিভার্গীয় মামলা করা হয়। এ ঘটনার পর থেকে দুলা ভাই বাড়িতে থাকতেন। ১০ মে ওই মামলার চুড়ান্ত রায় এর দিন ছিল।’

শাহীনুর রহমান আরো জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দুলা ভাই আজিবর রহমান, ভাই আফছার আলীসহ কয়েকজন বাড়ির সামনে ভুট্টোর চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় আফছারের কাছে পাওনা টাকা চাওয়া নিয়ে বিরোধ বাঁধে। বিরোধের একপর্যায়ে আফছারের নিজের লোক বলে পরিচিত ছয়ঘরিয়া গ্রামের পারভেজ ওই দোকানের সামনে পৌঁছালে আফছার তার কাছ থেকে একটি চাপাতি নিয়ে দুলা ভাই আজিবর রহমানকে এলোপাতাড়ি বুকে ও পিঠে কুপিয়ে জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর ও মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর চারটার দিকে দুলা ভাই মারা যান। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে বিকেলে আজিবর রহমানের লাশ সাতক্ষীরায় নিয়ে আনা হবে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী সাবিনা খাতুন বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। আফসার আলীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে।

(আরকে/এসপি/মে ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test