E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গণমাধ্যম সাপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজবাড়ীতে স্মারকলিপি প্রদান

২০২৪ মে ০৬ ১৮:৪১:২২
গণমাধ্যম সাপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজবাড়ীতে স্মারকলিপি প্রদান

রিয়াজুল করিম, রাজবাড়ী : জাতীয় গণমাধ্যম সাপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ সোমবার কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক জেলা প্রশাসক আবু কায়সার খানের হাতে স্মারকলিপি তুলে দেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) রাজবাড়ী জেলা শাখার নেতৃবৃন্দ।

বিএমএসএফ'র রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি মোঃ কবির হোসেনের উদ্যোগে এসময় উপস্থিত ছিলেন, বিএমএসএফ'র রাজবাড়ী শাখার সদস্য দৈনিক আজকের সারাদেশ পত্রিকার প্রতিনিধি আলমাস আলী, দৈনিক বাঙালী সময়, দৈনিক বাংলা ৭১ ও উত্তরাধিকার ৭১ পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি এস,এম রিয়াজুল করিম, দৈনিক বায়ান্ন পত্রিকার প্রতিনিধি আমিরুল হক, দৈনিক দেশ বাংলা'র প্রতিনিধি বাবলু শেখ, দৈনিক ভোরের আলো প্রতিনিধি মোঃ ইমদাদুল হক রানা, দৈনিক জনতার আদালত পত্রিকার প্রতিনিধি আশিক হাসান, দৈনিক উত্তর বঙ্গের সংবাদ পত্রিকার প্রতিনিধি নুরুল ইসলাম, জনতার আদালতের প্রতিনিধি সজিবুর রহমান প্রমুখ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সাংবাদিকদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ৮ম বারের মত ১-৭ মে প্রতিবছর গণমাধ্যম সাপ্তাহ পালন করে যাচ্ছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। ১-৭ মে প্রতিবছর গণমাধ্যম সাপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সারা বাংলাদেশ জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণের মাধ্যমে একই দিনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর রাজবাড়ী শাখার সভাপতি মোঃ কবির হোসেন বলেন, বিএমএসএফ এর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরের নির্দেশনায় আমরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে যাচ্ছি। তারই অংশ হিসেবে জাতীয় গণমাধ্যম সাপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে সারা দেশের ন্যায় রাজ বাড়িতেও আমরা স্মারকলিপি প্রদান করেছি।।

(আরকে/এসপি/মে ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test