E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামরাইয়ে কালবৈশাখী ঝড়ে দেয়াল চাপায় ২ জনের মৃত্যু

২০২৪ মে ০৬ ১৯:৪১:৫৪
ধামরাইয়ে কালবৈশাখী ঝড়ে দেয়াল চাপায় ২ জনের মৃত্যু

দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাইয়ে কালবৈশাখী ঝড়ে ঘরের দেয়াল ধসে পড়ে দুই নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে। এ সময় আরও দুই নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। 

আজ সোমবার বিকেলে ধামরাই থানার উপ-পরিদর্শক পাভেল মোল্লা দুই নিরাপত্তাকর্মীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রবিবার দিবাগত রাত ১১টার দিকে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বরাকৈর এলাকার এসএস এগ্রো কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বরাকৈর এলাকার এসএস এগ্রো কমপ্লেক্সের নিরাপত্তাকর্মী নওগাঁ জেলার মান্দা থানার কুরু গ্রামের ফকির উদ্দিন সরকারের ছেলে আনিসুর রহমান (৫০) ও গাইবান্ধার পলাশবাড়ী এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে শাহারুল আলম (৪৫)। আহতরা হলেন- আল-মামুন (২২) ও হামিদ আলী (৫৫)।

পুলিশ জানায়, রাতে হঠাৎ করে প্রচণ্ড ঝড় শুরু হয়। ওই সময় ধামাইয়ের এসএস এগ্রোর ভেতরে একটি ঘরে চারজন নিরাপত্তাকর্মী অবস্থান করছিলেন। ঝড়ে ওই ঘরের চাল উড়ে গিয়ে এক পাশের দেয়াল ধসে পড়ে। এতে চারজন নিরাপত্তাকর্মী চাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ ইউসুফ আলী বলেন, রাত ১টার পরে ধামরাই থেকে চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুইজন পথেই মারা গিয়েছিল। আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসএস অ্যাগ্রো কমপ্লেক্সে লিমিটেডের হিসাবরক্ষণ কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বলেন, তারা একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এখানে নিরাপত্তারক্ষীর কাজ করতেন। রাতে ঝড়বৃষ্টি হলে টিনের চালা ও দেওয়াল পড়ে তারা আহত হন। তারমধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। অন্য দুইজন চিকিৎসা নিচ্ছেন।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) পাভেল মোল্লা জানান, মরদেহ দুটি ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে রবিবার রাতে ধামরাইয়ের কুল্লা ও রোয়াইল ইউনিয়নে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে পাকা ধানসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

স্থানীয় কৃষক নাজমুল হোসেন, মোহাম্মদ আলী জানান, শিলা বৃষ্টিতে তাদের চার বিঘা জমির আধাপাকা ধান মাটিতে নুয়ে পড়ে নষ্ট হয়ে গেছে। অনেক কৃৃষকের সবজির ব্যাপক ক্ষতি হয়েছে।

ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান জানান, ঝড় ও শিলা বৃষ্টিতে ধামরাইয়ের দক্ষিণ অঞ্চলের কয়েকটি ইউনিয়নে আধা-পাকা ধান ও সবজির ক্ষতি হয়েছে। সরেজমিন পরিদর্শন করে ক্ষতির বিষয়টি নিরুপন করা হবে।

(ডিসিপি/এসপি/মে ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test