E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

২০২৪ মে ০৭ ১২:১১:৩৪
কুষ্টিয়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু আহাদ আল মামুন হামলার শিকার হয়েছেন।

সোমবার (৬ মে) প্রচারণার শেষ দিনে রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া শহরের বড় স্টেশনের সামনে তার উপর হামলা চালানো হয়। এসময় তাকে অপহরণের চেষ্টা করা হয় বলে নিজেই অভিযোগ করেছেন আবু আহাদ আল মামুন। বর্তমানে আহত অবস্থায় তিনি কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে সাংবাদিকদের আল মামুন জানান, রাত সাড়ে ৮টার দিকে বড় স্টেশনের পিছনে তার নির্বাচনী অফিসে বসে ছিলেন তিনি। হঠাৎ বেশকিছু লোকজন এসে তাকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তারা এসে বলে, আতা ভায়ের বিরুদ্ধে ভোট করছিস, সাহস পেলি কোথায় এই বলে তাকে কিলঘুষি ও লাঠি দিয়ে মাথায়সহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথারী আঘাত করে।

মামুন আরো বলেন, এর আগেও ভোট থেকে নাম প্রত্যাহের জন্য প্রতিদ্বন্দী প্রার্থী আতাউর রহমান আতার লোকজন তাকে হত্যার হুমকি দিয়েছে। ঢাকার বাসায় গিয়েও খুঁজে এসেছেন।

এছাড়াও রবিবার কুষ্টিয়া শহরে প্রচার মাইক ভাঙচুর ও প্রচারকারীকে মারধর করেছে।

এসব অভিযোগের প্রেক্ষিতে প্রতিদ্বন্দী প্রার্থী আতাউর রহমান আতা বলেন, মনে হচ্ছে তিনি মার খাওয়ার নাটক করেছেন। তার চশমা ঠিক আছে, মোবাইল হাতেই রয়েছে। তবে কেউ যদি হামলা করে থাকেন তার দায় আমি নেব না।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি বলেন, আবু আহাদ আল মামুন হামলার শিকার হয়েছেন এমন খবর পেয়ে আমরা তাৎক্ষনিক হাসপাতালে এসে তার চিকিৎসার ব্যবস্থা নিয়েছে। আল মামুন তার উপরে হামলাকারী কয়েকজনের নাম বলেছে তাদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। কি কারনে আল মামুন হামলার শিকার হয়েছেন বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, আনারস প্রতিক নিয়ে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন বর্তমান চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও মোটর সাইকেল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন।

(এমএজে/এএস/মে ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test