E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাত পোহালেই কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলায় ভোট

কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম, ব্যালট যাবে সকালে

২০২৪ মে ০৭ ১৬:১৬:৫৭
কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম, ব্যালট যাবে সকালে

মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : প্রথম ধাপে আগামী কাল ০৮ মে কুষ্টিয়া সদর ও খোকসা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ থেকে সদর উপজেলার ১৪৫ কেন্দ্রে ও খোকসা উপজেলা পরিষদ থেকে খোকসা উপজেলার ৫০টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম নিয়ে যান স্ব স্ব প্রিজাইডিং অফিসাররা। তবে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে।

কুষ্টিয়া সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ সহিদুর রহমান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠ করতে বিজিবি মোতায়েনসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হলেও ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে।

এবারের নির্বাচনে সদর উপজেলা পরিষদে দুইজন চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান ও দুইজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রতিদ্বন্দীতা করছেন। আর খোকসা উপজেলা পরিষদে সাতজন চেয়ারম্যান, আটজন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান ভোটযুদ্ধে অংশগ্রহণ করেছেন।
সট: মোঃ সহিদুর রহমান, সহকারী রির্টানিং কর্মকর্তা, কুষ্টিয়া সদর উপজেলা।

(এমজে/এসপি/মে ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test