E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুর সদরে ভোটার উপস্থিতি একেবারেই কম

২০২৪ মে ০৮ ১৪:২১:৩৯
জামালপুর সদরে ভোটার উপস্থিতি একেবারেই কম

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলায় ইভিএম মেশিনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮ থেকে শুরু হয়েছে এই ভোটগ্রহণ। তবে প্রায় প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি একেবারেই কম।

সদর উপজেলার বেশকিছু কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটগ্রহণের ২ঘন্টা সময় অতিবাহিত হলেও কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই নেই। হাতেগোনা কিছু ভোটার থাকলেও তারা বিভিন্ন প্রার্থীর কর্মীসমর্থক। কেন্দ্রে এখনো সাধারণ ভোটারদের উপস্থিতি দেখা যায়নি। সবমিলিয়ে হতাশাজনক পরিস্থিতিতে চলছে ভোটকার্যক্রম।

জানা গেছে, সদর উপজেলার ১৫টি ইউনিয়নের ১শ ৬৯টি ভোটকেন্দ্রে ১ হাজার ৪শ ১০টি ভোটকক্ষে ভোটদান করছে ভোটাররা। এ উপজেলায় ২ লাখ ৬৯ হাজার ৮শ ৭০জন পুরুষ ভোটার ও ২ লাখ ৮১ হাজার ৫ শ ৭৮ জন নারী ভোটার রয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার জানান, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনে মাঠে রয়েছে ১৬জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১ হাজার ২২জন পুলিশ, ৩ হাজার ৪শ ৬জন আনসার। এছাড়াও বিজিবি ও র‍্যাবের সমন্বয়ে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

এর আগে মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে বীর মুক্তিযোদ্ধা এড. আব্দুল হাকিম স্টেডিয়ামের জিমনেসিয়াম থেকে ইভিএম মেশিন, অমোছনীয় কালিসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। এ সময় ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসাররা এসব নির্বাচনী সরঞ্জাম বুঝে নেয়ার পর আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় বিভিন্ন ভোটকেন্দ্রে এসব সরঞ্জাম পাঠানো হয়।

উল্লেখ্য, জামালপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(আরআর/এএস/মে ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test