E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উপজেলা নির্বাচন

বগুড়ায় প্রিসাইডিং অফিসার ও এজেন্ট আটক

২০২৪ মে ০৮ ১৬:১৭:৪৯
বগুড়ায় প্রিসাইডিং অফিসার ও এজেন্ট আটক

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়ার গাবতলীতে সোনারায় উচ্চবিদ্যালয় কেন্দ্রের দুটি বুথে জাল ভোট দেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই সহকারী প্রিসাইডিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই উপজেলা ভোটে রামেশ্বরপুর ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালট পেপার বাহিরে দেয়ার অভিযোগে প্রিসাইডিং অফিসার ও প্রার্থীর এজেন্টকে আটক করেছে পুলিশ। বুধবার (০৮ মে) বেলা সাড়ে এগারোটা হতে বারোটার দিকে এ ঘটনা ঘটে।

মাঝপাড়া কুসুম কলি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বেলা সাড়ে এগারোটার দিকে আটককৃতরা হলেন- প্রিসাইডিং অফিসার শাহজাহান আলী ও এজেন্ট এরশাদ আলী।

এসব তথ্য সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন। তিনি জানান, প্রিসাইডিং অফিসার শাহজাহান আলী ৯০০ ব্যালট পেপার স্বাক্ষর ও সিলসহ এজেন্ট এরশাদ আলীর মাধ্যমে কেন্দ্রের বাহিরে পাঠান। এরপর বিভিন্ন ভোটারের মাধ্যমে ৩০০ ব্যালট বাক্সে ফেলা হয়। পরে এরশাদকে আটক করে ৬০০ ব্যালট উদ্ধার করা হয়। প্রিসাইডিং অফিসারের কাছ থেকে আরও ৯০০ ব্যালটের মুরি উদ্ধার করা হয় ৷ তিনি আরও জানান, আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে সোনারায় উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রের কক্ষের দরজা বাইরে থেকে আটকানো দেখে স্থানীয় লোকজন হইচই শুরু করেন। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া আফসানা রিমারের নেতৃত্বে মোবাইল কোর্ট এসে ঘটনার সত্যতা পায়। পরে কেন্দ্রের দুই কর্মকর্তা হাফিজার রহমান ও আব্দুল মোত্তালিব কে তাদের অব্যাহতি দেওয়া হয় এবং এঁদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নিবে বলে মোবাইল কোর্ট জানায়।

সহকারী প্রিসাইডিং অফিসারদের দাবি, তাঁদের কাছ থেকে ১০-১৫ জন অজ্ঞাত ব্যক্তি এসে ব্যালট বই ছিনিয়ে নেন। এ ব্যাপারে প্রিসাইডিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানানো হলেও তারা কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেন তাঁরা।

(এটিআর/এসপি/মে ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test