E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জের ৩ উপজেলায় বিজয়ী যারা

২০২৪ মে ০৯ ১৩:২৪:৪১
গোপালগঞ্জের ৩ উপজেলায় বিজয়ী যারা

গোপালগঞ্জ প্রতিনিধি : প্রথম ধাপে বুধবার ( ০৮ মে) গোপালগঞ্জ জেলার ৫টি উপজেলার মধ্যে ৩টি  উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শান্তিপূর্ণভাবে ওই তিন উপজেলায় ভোট গ্রহন সম্পন্ন হয়।

ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিতরা হলেন-
কোটালীপাড়া উপজেলায় বিমল কৃষ্ণ বিশ্বাস (দোয়াত-কলম) ৪০ হাজার ২৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজিবুর রহমান হাওলাদার ( চিংড়ি প্রতিক) পেয়েছেন ৩৯ হাজার ২৮২ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেবদুলাল বসু পল্টু (পুরুষ) ও জেসমিন বেগম (মহিলা)।

টুঙ্গিপাড়া উপজেলায় মোঃ বাবুল শেখ (দোয়াত-কলম) ৪০ হাজার ৭৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গাজী মাসুদুল হক মাসুদ পেয়েছেন ১৯ হাজার ৯৫১ ভোট।

পুরুষ ভইস চেয়ারম্যান পদে মাওলানা আব্দুল ওহাব শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পারুল বেগম নির্বাচিত হয়েছেন।

গোপালগঞ্জ সদর উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোঃ কামরুজ্জামান ভূঁইয়া লুটুল (টেলিফোন) ৩১ হাজার ৩৫৪ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোপালগঞ্জ জেলা আওয়োমী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বিএম লিয়াকত আলী পেয়েছেন ২৯ হাজার ৮৬৪ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে সুশীল বিশাস শিপন ও বেগম নিরুন্নাহার ইউসুফ নির্বাচিত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফয়জুল মোল্লা এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কোটালীপাড়া উপজেলায় বিমল কৃষ্ণ বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলায় মোঃ বাবুল শেখ ও গোপালগঞ্জ সদর উপজেলায় বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া ভইস চেয়ারম্যান পদে দেবদুলাল বসু পল্টু, মাওলানা আব্দুল ওহাব শেখ, সুশীল বিশাস শিপন, জেসমিন বেগম,পারুল বেগম ও বেগম নিরুন্নাহার ইউসুফ নির্বাচিত হয়েছেন।

(এমএস/এএস/মে ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test