E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুর সদর উপজেলার নতুন চেয়ারম্যান সামচুল, ভাইস চেয়ারম্যান মাসুদা ও ইমান

২০২৪ মে ০৯ ১৩:৪৮:৫০
ফরিদপুর সদর উপজেলার নতুন চেয়ারম্যান সামচুল, ভাইস চেয়ারম্যান মাসুদা ও ইমান

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের বহুল আলোচিত দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার আসামি মো. সামচুল আলম চৌধুরী ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

কারাগারে থেকে ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তিনি। নির্বাচনের একদিন আগে হাইকোর্টে তাকে জামিন পাওয়ায় তিনি কারাগারে যান।
বুধবার অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ শেষে মো. সামচুল আলম চৌধুরীকে বেসরকারিভাবে চেয়ারম্যান ঘোষণা করা হয় বলে জানিয়েছেন ফরিদপুরের রিটার্নিং কর্মকর্তা তারেক আহম্মেদ।

তিনি জানান, সামচুল আলম চৌধুরী আনারস প্রতীক নিয়ে ৩২ হাজার ৩১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মনিরুল হাসান মিঠু টেলিফোন প্রতীক নিয়ে পেয়েছেন- ২৯ হাজার ৩৩ ভোট।

সামচুল আলম চৌধুরী ফরিদপুর কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বহুল আলোচিত দুই হাজার কোটি টাকা মানি লন্ডারিং মামলার আসামি সামচুল আলম চৌধুরী নির্বাচনের আগের দিন মঙ্গলবার তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিল ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালত।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস পাল দৈনিক বাংলা ৭১কে জানান, এই মামলায় সম্প্রতি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে আসামিরা জানার পরই আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ও ফরিদপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গোলাম মো. নাসিরকে জামিন দিলেও সামচুল আলম চৌধুরীর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তারেক আহম্মেদ দৈনিক বাংলা ৭১কে জানান, ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার ছিলো ৪ লাখ ৮ হাজার ৬৮০ জন। চেয়ারম্যান পদে ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি আরও বলেন, ৩০ শতাংশের একটু বেশি ভোটার ভোট দিয়েছেন। নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে, কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

এছাড়া, ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ইমান আলি মোল্লা চশমা প্রতীক নিয়ে ৪০ হাজার ২ শত ৭৯ ভোট পেয়ে পুরুষ ভাইস চেয়ারম্যান, এবং মাসুদা বেগম (বুলু) ফুটবল প্রতীক নিয়ে ৫৩ হাজার ১ শত ৪০ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ফরিদপুর সদর উপজেলার এই নির্বাচনে সব প্রার্থীর থেকে সর্বোচ্চ ভোট পেয়েেছেন মাসুদা বেগম (বুলু) ও তাঁর ফুটবল মার্কা।

(আরআর/এএস/মে ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test