E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে সদর উপজেলা

নয়া চেয়ারম্যান বিজন, ভাইস চেয়ারম্যান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান রুমি

২০২৪ মে ০৯ ১৩:৫০:৪৮
নয়া চেয়ারম্যান বিজন, ভাইস চেয়ারম্যান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান রুমি

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ৬৪ হাজার ৭৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকতার নিকটতম প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৪১৯ ভোট।

এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আখতারুজ্জামান বেলাল উড়োজাহাজ প্রতীকে ৫৩ হাজার ৬৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী টিউবওয়েল প্রতীকে মো. সাইদুর রহমান পেয়েছেন ৪৬ হাজার ৯৯২ ভোট এবং মো. নাজমুল হোসাইন তালা প্রতীকে ৪০ হাজার ৭০১ ভোট পেয়েছেন। এ পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজনীন আক্তার কলস প্রতীক নিয়ে ৮৬ হাজার ৬৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহসিনা মৌসুমী চাঁদনী ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৪ হাজার ৯৭৯ ভোট। এ পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

জানা গেছে, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচিত ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাড়াও আরো তিন প্রার্থীর মধ্যে মোহাম্মদ আবুল হোসেন আনারস প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৪৮৫ ভোট, মো. আছাদুজ্জামান আকন্দ বাবু দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬০০ ভোট এবং মোহাম্মদ আহসানুল ইসলাম ঘোড়া প্রতীকে ৯৬৭ ভোট পেয়েছেন।

বুধবার (৮ মে) রাতে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন অডিটোরিয়ামে এই নির্বাচনী ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহনাজ ফেরদৌস, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছানোয়ার হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবির।

উল্লেখ্য, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জামালপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও জামালপুর পৌরসভা এলাকায় ১৬৯টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। জামালপুর সদর উপজেলায় এবার ভোটারের সংখ্যা ছিল ৫ লাখ ৫১ হাজার ৪৫৫ জন।

(আরআর/এএস/মে ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test