E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

২০২৪ মে ১৭ ১৯:১০:৪১
আগৈলঝাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। 

আজ শুক্রবার সকালে দলীয় কার্যালয় থেকে আনন্দ র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে শেষ হয়।

পরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনসহ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ’৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ব-পরিবারে হত্যার পর ছয় বছর নির্বাসিত জীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭মে দেশের মাটিতে পা রাখেন জননেত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানায় বাংলার আপামর সাধারণ জনগণ। দেশে ফেরার পর থেকে শেখ হাসিনা বিচক্ষণতার সাথে আওয়ামী লীগ ও দেশের নেতৃত্ব দিয়ে বিশ্ব দরবারে আজ বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/মে ১৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test