E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ময়মনসিংহে স্বেচ্ছাসেবকলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

২০২৪ মে ১৮ ১৮:৪৫:১৭
ময়মনসিংহে স্বেচ্ছাসেবকলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এনামুর রহমান রবি ও তাঁর পরিবারের লোকজনদের হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলায় জড়িতদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ ও এলাকাবাসী।

আজ শনিবার সকালে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে প্রায় দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে সহস্রাধিক নেতা-কর্মীরা।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উত্তম চক্রবর্তী রকেটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানজির আহমেদ রাজিবের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু।

এসময় বক্তারা বলেন, এনামুর রহমান রবি একজন পরীক্ষিত নেতা। তার ও তার পরিবারের উপর এমন ন্যক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি প্রশাসনের প্রতি আহ্বান থাকবে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। ন্যক্কারজনক এ ঘটনার সুষ্ঠু বিচার না পেলে পরবর্তীতে কঠোর আন্দোলনের ঘোষনাও দেন বক্তারা। এছাড়াও মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এড. মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হাসান বাবু, সদস্য এড. আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, সাধারণ সম্পাদক আজিজুল হক ইমন, সমাজসেবক আলী ইউসুফ, মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. রাশিদা তাহমিনা প্রীতি, আমোকসু'র ভিপি মুকুল সরকার, আমোকসু'র সাবেক জিএস মোতাহার হোসেন লিটু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি জহিরুল হক জহির, সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মিলন, নগরীর ১৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বরকত উল্লাহ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক রাজিবুল আলম বিপ্লব, ভুক্তভোগী রবির বোন জামাই এড. নুরুল ইসলামসহ কলামিষ্ট উৎপল কর প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা, মহানগর ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা।

প্রসঙ্গত, গত ১৩ মে রাত সাড়ে দশটার দিকে ফুলবাড়িয়া উপজেলায় চলমান নির্বাচনী প্রচারণা শেষে সফরসঙ্গীদের নিয়ে ময়মনসিংহের নিজ বাসায় ফেরার সময় পথিমধ্যে দেওখলা বাজারে পৌঁছালে একদল সন্ত্রাসীর হামলার শিকার হন এনামুর রহমান রবিসহ তার সফর সঙ্গীরা। এতে রবি, তার শ্যালক শুভসহ পরিবারের পাঁচজন গুরুত্বর আহত হয়। তার মধ্যে তিনজন মৃত্যুশয্যা হয়ে ময়মনসিংহ ও ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

(এনআরকে/এসপি/মে ১৮, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test