E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মহম্মদপুরে আনসার ও ভিডিপির আইন শৃঙ্খলা বিষয়ক ব্রিফিং প্রদান 

২০২৪ মে ১৮ ২০:০৫:২৮
মহম্মদপুরে আনসার ও ভিডিপির আইন শৃঙ্খলা বিষয়ক ব্রিফিং প্রদান 

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আনসার ও ভিডিপি'র আইন শৃঙ্খলা বিষয়ক ব্রিফিং প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৮ মে ভোটকেন্দ্রে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার  দায়িত্বে নিয়োজিত পিসি, এপিসি, এবং আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের  ব্রিফিং প্রদান করা হয়।

উপজেলা আনসার ও ভিডিপি'র কার্যালয় মহম্মদপুরের আয়োজনে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মাগুরা। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নেস্তয়ারা।অনুষ্ঠানের প্রথম পর্বে সর্বজনীন পেনশন স্কীম বিষয়ে আলোচনা করেন উপজেলা আনসার ও জিডিপি প্রশিক্ষিকা স্বপ্না দত্ত।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি'র প্রশিক্ষক প্রতাপ রায়। এবং অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের নির্বাচনী ব্রিফিং প্রদান করেন অতিথিবৃন্দ। এতে আনসার ও ভিডিপি'র- ৬৪ জন পিসি, এপিসি-১২৮ জন স্টাইকিং ফোর্সের দায়িত্বে থাকবেন ২০ জন মোট ৯২৫ জন এবার উপজেলা পরিষদ নির্বাচনে ৬৪ টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। উপজেলা আনসার ও ভিডিপি অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

(বিএসআর/এএস/মে ১৮,২০২৪)

পাঠকের মতামত:

১৯ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test