E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে ব্যবসায়ীরা লাঠি-বাঁশি হাতে আবারও রাজপথে

২০১৪ নভেম্বর ১৯ ১৭:৩৫:৫০
নাটোরে ব্যবসায়ীরা লাঠি-বাঁশি হাতে আবারও রাজপথে

নাটোর প্রতিনিধি : ঘড়ির কাটায় ঠিক তখন সকাল ১১টা। একটি বাঁশির সুরে বেড়িয়ে আসলো কয়েক’শ স্বর্ণব্যবসায়ী। হাতে লাঠি আর মুখে বাঁশি নিয়ে রাস্তায় নেমে সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি-ডাকাতি প্রতিরোধে অভিনব প্রতিবাদ জানাতে থাকে ব্যবসায়ীরা।

নিজেদের নিরাপত্তায় আর সাম্প্রতিক সময়ে চুরি-ডাকাতি, ছিনতাই এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বুধবার সকাল ১১টায় শহরের লালবাজার এলাকার সকল স্বর্ণ ব্যবসায়ী দোকান বন্ধ রেখে হাতে লাঠি আর মুখে বাঁশি নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিন শেষে বাহাদুর শাহ পার্কে সমাবেশ করে।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বর্ণব্যবসায়ী সমিতির সভাপতি নীরেন্দ্র নাথ কর্মকার দুলাল, সাধারণ সম্পাদক ভবেশ চক্রবর্ত্তী ভক্ত, ব্যবসায়ী নেতা স্বপন কুমার পোদ্দার প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ১৯৯৯ সালে কেন্দ্রীয় সন্ত্রাস-চাঁদাবাজা প্রতিরোধ সংগ্রাম পরিষদ (টেরাক বা লাঠি-বাঁশি) গঠনের পর নাটোরের মানুষ শান্তিতে বসবাস করেছে। লাঠি-বাঁশি সংগঠনের সামাজিক আন্দোলনের কারণে শহর ও আশে-পাশের এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসা অনেকাংশ নির্মুল হয়েছিল। আইন শৃ্খংলা পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছিল। কিন্তু দীর্ঘদিন ওই সংগঠনটির কার্যক্রম বন্ধ থাকার কারনে অপরাধীরা ফের সক্রিয় হয়ে উঠেছে। অনেক ব্যবসায়ী সন্ধ্যার পর পরই দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। অনেক চাঁদাবাজ ব্যবসা প্রতিষ্ঠানে বাকি জিনিসপত্র নিয়ে চলে যায়। টাকা চাইতে গেলে গালমন্দ করে এবং ভয়ভীতি দেখায়। তাই নিজেদের নিরাপত্তায় ব্যবসায়ীয়রা আবারও ঐক্যবদ্ধ হয়েছে।

(এমআর/এএস/নভেম্বর ১৯, ২০১৪)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test