E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

টাঙ্গাইলের ৩ উপজেলায় ভোট গ্রহণ কাল

২০২৪ মে ২০ ১৮:৫৯:৩১
টাঙ্গাইলের ৩ উপজেলায় ভোট গ্রহণ কাল

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য টাঙ্গাইল জেলার ঘাটাইল, কালিহাতী ও ভূঞাপুর উপজেলায় ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জেলা নির্বাচন অফিস ও জেলা-উপজেলা প্রশাসন সম্পন্ন করেছে।

সোমবার (২০ মে) সকাল থেকে ব্যালট বাক্স, ভোটার তালিকা, সীলসহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, শুধুমাত্র ব্যালট পেপার ব্যতিত ভোট কেন্দ্রের প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসার সহ ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে রির্টানিং কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিয়েছেন। এসব সরঞ্জাম আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে কঠোর নিরাপত্তা ব্যবস্থাপনার মধ্যদিয়ে ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে । নির্বাচনের ব্যালট পেপার আগামীকাল (২১ মে) ভোরে ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মতিয়ূর রহমান জানান, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুরো নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া নির্বাচনী এলাকায় নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত টহলে থাকবে।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিতব্য টাঙ্গাইল জেলার ঘাটাইল, কালিহাতী ও ভূঞাপুর এ তিনটি উপজেলায় আগামীকাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঘাটাইল উপজেলায় মোট ভোটার তিন লাখ ৬০ হাজার ৭৮১ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৮১ হাজার ২৬৫ জন এবং মহিলা এক লাখ ৭৯ হাজার ৫১৪ জন। ১২০টি কেন্দ্রের ৮৭১টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এছাড়া কালিহাতি উপজেলায় ১৩টি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে গঠিত কালিহাতী উপজেলায় ২০১৯ সালের গণনা অনুযায়ী মোট ভোটার তিন লাখ ১২ হাজার ১১২জন। এরমধ্যে পুরুষ এক লাখ ৫৫ হাজার ৪০৫জন এবং মহিলা এক লাখ ৫৬ হাজার ৭০৭জন।

এছাড়া ৬টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ভূঞাপুর উপজেলায় মোট ভোটার এক লাখ ৬৬ হাজার ৮৬৯ জন। এরমধ্যে পুরুষ ৮৪ হাজার ৬৯১জন ও মহিলা ভোটার ৮২ হাজার ১৭৮জন।

(এসএম/এসপি/মে ২০, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test