E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সংসদ সদ্যস্য আনারের ফেরার অপেক্ষায় পরিবার

২০২৪ মে ২০ ১৯:৫২:০৮
সংসদ সদ্যস্য আনারের ফেরার অপেক্ষায় পরিবার

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের ফেরার অপেক্ষায় রয়েছে তার পরিবার। তবে তার সন্ধান চেয়ে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন সংসদ সদস্যর ব্যক্তিগত সহকারী আব্দুর রউফ।

তিনি বলেন, এমপি মহোদয় চিকিৎসার জন্য নিয়মিত ভারতে যান, এবারও গেছেন এবং তিনি ফিরে আসবেন বলে আমরা আশা করছি। কোথাও এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

গত ১১ মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান বলে জানিয়েছে তার পরিবার।

পুলিশ বলছে, আনোয়ারুল আজিম আনারের সঙ্গে তার পরিবারের গত কয়েক দিন ধরে যোগাযোগ হচ্ছে না বলে তারা পরিবারের মাধ্যমে নিশ্চিত হয়েছি। তারা এখন কোনো লিখিত অভিযোগ না পেলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছেন।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু আজিফ জানান, ভারতে যাওয়ার পর এমপি মহোদয় নিখোঁজ হয়েছেন বলে শুনেছি। এটি অন্য দেশের ব্যাপার। আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে কাজ করছে।

পরিবারের পক্ষ থেকে মুখ না খুললেও তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে বলে সেখানকার আওয়ামী লীগের নেতাকর্মীরা নিশ্চিত করেছেন।

কালীগঞ্জের রাখালগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টু জানান, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের মধ্যে সংসদ সদস্যকে নিয়ে উদ্বেগ দেখা গেছে। তবে মুখে তারা কিছু বলেননি।

আনোয়ারুল আজিম আনার ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সংসদ নির্বাচনে টানা তিনবারের এমপি। এর আগে তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন।

(একে/এএস/মে ২০, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test