E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

আজ লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচন, দ্বিমুখী লড়াইয়ের আভাস

২০২৪ মে ২১ ১৪:১৫:২১
আজ লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচন, দ্বিমুখী লড়াইয়ের আভাস

রূপক মুখার্জি, নড়াইল : ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচন আজ মঙ্গলবার। ভোটারদের মাঝে শুরু হয়েছে জল্পনা-কল্পনা, কে হতে যাচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান। ভোটের মাঠে ৫ জন প্রার্থী থাকলেও প্রতিদ্বন্দিতা
হবে দুজনের মধ্যে।

সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং তা চলবে বিকাল ৪টা পর্যন্ত। এখনও কোন কেন্দ্র থেকে অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায় নাই। শহরের লক্ষ্মীপাশা, লোহাগড়া, আরএলপাশা, কাশীপুর এসি মাধ্যমিক বিদ্যালয়সহ অন্যান্য কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট কেন্দ্রের পরিবেশ ভালো। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কর্মী সমর্থকরা ছাড়া ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম। তবে কর্মকর্তারা জানিয়েছে, বেলা গড়ানোর সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে।

লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচজন চেয়ারম্যান, সাতজন পুরুষ ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যানসহ মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে সিকদার আব্দুল হান্নান (রুনু) হেলিকপ্টার, এ. কে. এম ফয়জুল হক রোম আনারস, মো: তারিকুল ইসলাম উজ্জ্বল মোটরসাইকেল, মুন্সী নজরুল ইসলাম দোয়াত-কলম এবং আইয়ুব হোসেন লড়ছেন ঘোড়া প্রতীক নিয়ে।

এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে এফ আর রোমান রায়হান টিয়া পাখি, মো: কামরুল ইসলাম মিন্টু মাইক, মো: মোস্তফা কামাল লিওন টিউবওয়েল, মো: জাহিদুর রহমান তালা, আলী আজম মোল্যা বই, মো: বাবুল মিয়া চশমা, মাহমুদুল হাসান বৈদ্যুতিক বাল্ব প্রতিক নিয়ে ভোটের মাঠে লড়াই করছেন।

এছাড়া ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ফারহানা ইয়াসমিন ইতি কলস, মোছা: কাকলি বেগম হাঁস, কনিকা ওসিউর ফুটবল প্রতিক নিয়ে ভোটের মাঠে লড়াই করছেন।

এই উপজেলায় চেয়ারম্যান পদে সিকদার আব্দুল হান্নান রুনু এবং এ.কে.এম ফয়জুল হক রোমের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। সে ক্ষেত্রে কে বিজয়ী হবে তা এখনই বলা যাচ্ছে না।

এই নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থীর মধ্যে এফ. আর রোমান রায়হান টিয়া পাখি, মো: কামরুল ইসলাম মিন্টু মাইক ও মোস্তফা কামাল লিয়ন টিউবওয়েল প্রতিকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে এলাকার মানুষের ধারণা।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মধ্যে ফারহানা ইয়াসমিন ইতি কলস ও কাকলি বেগম ফুটবল প্রতিকের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা ভোটারদের।

১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে লোহাগড়া উপজেলা গঠিত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৭৭০ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫ হাজার ৭৮৫ জন এবং নারী ১ লাখ ৪ হাজার ৯৮৩ জন। এছাড়া ২ জন হিজড়া ভোটার রয়েছেন। নির্বাচনে এই উপজেলায় ৮৮টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

(আরএম/এএস/মে ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test