E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

চাঁদপুরে উত্তাপের মাঠে নিরুত্তাপ ভোট 

২০২৪ মে ২১ ১৬:২২:২৩
চাঁদপুরে উত্তাপের মাঠে নিরুত্তাপ ভোট 

চাঁদপুর প্রতিনিধি : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দেশের ১৫৬টি উপজেলাসহ চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলায় সকাল ৮টা থেকে গ্রহণ চলছে। সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটারদের সংখ্যা। 

চাঁদপুর সদর উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় অফিসার সোহেল আহমেদ জানান, আমার এই কেন্দ্রে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে আজ ২১ মে মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। তিনটি পদে লড়ছেন ২৬ প্রার্থী। চাঁদপুর সদরের একজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আর হাজীগঞ্জে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তিনটি উপজেলার নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন। ২০ মে সোমবার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেয়া হয়েছে ভোটগ্রহণের সরঞ্জামাদি।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে চাঁদপুর সদর, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। ২০ মে সোমবার বেলা ১১টায় চাঁদপুর স্টেডিয়ামে ব্রিফিং প্যারেডের আয়োজন করে চাঁদপুর জেলা পুলিশ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার)।

এই তিন উপজেলার রিটার্নিং অফিসার ও চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ জানান, চাঁদপুর সদর উপজেলা এলাকার জন্যে অতিরিক্ত দুই প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া তিনটি উপজেলাতেই বিজিবির দুটি করে প্লাটুন, র‌্যাবের দুটি করে টিম, পাশাপাশি পুলিশের স্ট্রাইকিং ফোর্স, মোবাইল ফোর্স, কেন্দ্রভিত্তিক পুলিশ ফোর্স এবং আনসার সদস্যও মোতায়েন থাকবে।

রিটার্নিং অফিসার দৃঢ়তার সাথে বলেন, এখানকার তিনটি উপজেলায় শতভাগ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আমরা চাঁদপুরবাসীকে উপহার দিতে পারবো। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

গত ১৯ মে রবিবার প্রচার-প্রচারণার শেষ দিনে চেয়ারম্যান প্রার্থীরা একাধিক করে বিশাল সমাবেশ, পথসভা ও শোডাউন দিয়ে শক্তি এবং সমর্থন প্রদর্শন করতে শেষ বারের মত চেষ্টা করেন।

চাঁদপুর জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদের মধ্যে চাঁদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে রয়েছেন ৫জন। একজন নির্বাচনের দুদিন আগে সরে দাঁড়িয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন। হাজীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন। শাহরাস্তি উপজেলায় চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী রয়েছেন।

সূত্র অনুযায়ী, চাঁদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান (কাপ-পিরিচ), বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা মোঃ আইয়ুব আলী বেপারী (দোয়াত কলম), যুবলীগ নেতা ও আইনজীবী হুমায়ুন কবির সুমন (ঘোড়া), তরুণ নেতা ও ব্যবসায়ী মোঃ রাকিব মাঝি (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মোঃ মিজানুর রহমান কালু ভূঁইয়া (মোটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে মোঃ নূরুল হায়দার সংগ্রাম (টিউবওয়েল), আবুল বারাকাত মোঃ রেজওয়ান (চশমা) ও মোঃ হারুন অর রশিদ হাওলাদার (তালা) প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা মুন্না (পদ্মফুল) ও শিপ্রা দাস (ফুটবল) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চাঁদপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার ৪ লাখ ১৭ হাজার ১১১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৬ হাজার ৮০৩ জন, মহিলা ২ লাখ ৩০৭ জন এবং একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। সদর উপজেলায় মোট ভোট কেন্দ্র ১৩৪টি, ভোট কক্ষ ১ হাজার ৭টি।

হাজীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোহাম্মদ হেলাল উদ্দিন (আনারস), মোঃ জসিম (দোয়াত কলম) ও মোঃ আবু সুফিয়ান মজুমদার (ঘোড়া) প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। আর ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন কামরুজ্জামান সুমন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া আক্তার (প্রজাপতি) ও রুবি বেগম (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মোঃ ওমর ফারুক (আনারস) ও মোহাম্মদ মকবুল হোসেন পাটওয়ারী (ঘোড়া) প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মোঃ ওমর ফারুক (টিউবওয়েল), মোঃ ইব্রাহিম খলিল (মাইক), তোফায়েল আহমেদ ইরান (উড়োজাহাজ), মোঃ ইমদাদুল হক (চশমা) ও মোঃ নূর আলম (তালা) প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমুন নাহার (কলস), কামরুন্নাহার (হাঁস), হাছিনা আক্তার (প্রজাপতি) ও হনুফা আক্তার (ফুটবল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী অনেকেই জানান, যেহেতু এবারের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নেই, ফলে প্রার্থী তাদের দলীয় পরিচয় নয় নিজেদের যোগ্যতা প্রমাণে নির্বাচনে অংশগ্রহণ করছেন। সেহেতু সর্বাধিক জনপ্রিয় ব্যক্তিকে এবং যার দ্বারা উপজেলার উন্নয়ন কাজগুলো ত্বরান্বিত হবে তাকেই ভোটাররা নির্বাচিত করবেন।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে চাঁদপুরের ৩টিসহ ১৫৭ উপজেলা পরিষদে ভোট আজ ২১ মে অনুষ্ঠিত হচ্ছে। এই ধাপে ভোটের আগেই ২১ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, যাদের ৭ জন করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান। বিএনপির নির্বাচন বর্জনের ঘোষণায় এবারও চেয়ারম্যান পদে অধিকাংশ উপজেলায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ। এমন প্রেক্ষাপটে নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ কম। একই পরিস্থিতির কারণে গত ৮ মে প্রথম ধাপের নির্বাচনে ভোট পড়েছিল ৩৬ শতাংশ। এখন দেখার অপেক্ষা দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি কেমন হয়।

(ইউএইচ/এসপি/মে ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test