E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

বাগেরহাটে ভোটকেন্দ্রে এজেন্টকে মারপিট, আ.লীগ নেতার কারাদণ্ড

২০২৪ মে ২১ ১৮:৫৪:১০
বাগেরহাটে ভোটকেন্দ্রে এজেন্টকে মারপিট, আ.লীগ নেতার কারাদণ্ড

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে দ্বিতীয় ধাপে ৩টি উজেলার মধ্যে চিতলমারীর চর ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মারপিট করে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেয়ার অপরাধে চর বানিয়ারি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রফুল্ল কুমার মন্ডলকে ভ্রম্যমান আদালতের বিচারক ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রম্যমান আদালত। ফকিরহাট উপজেলায় ভোট চলাকালে অনিয়মের অভিযোগে হোসনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রতন কুমার দাসকে প্রত্যাহার করা হয়। বিক্ষিপ্ত দুএকটি ধাওয়া-পাল্পা ধাওয়া ছাড়া বাগেরহাটের চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট উপজেলায় শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে।

চিতলমারী উপজেলায় নির্বাচনে দায়িত্বরত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুল ইসলাম জানান, চর ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মাঙ্গলবার দুপুরে দোয়াত কলমের চেয়ারম্যান প্রার্থী আলমগীর সিদ্দিকীর এজেন্টকে মারপিট করে কেন্দ্র থেকে বের করে দেয়ার চেষ্টা করে প্রতিপক্ষ মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অশোক কুমার বড়ালের কর্মী চর বানিয়ারি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি প্রফুল্ল কুমার মন্ডল। এ ঘটনার খবর পেয়ে ভ্রম্যমান আদালতের মাধ্যমে প্রফুল্ল কুমার মন্ডলকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পরে দন্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হয়।

অন্যদিকে, জেলার ফকিরহাট উপজেলা নির্বাচনে অনিয়মের অভিযোগে হোসলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রতন কুমার দাসকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন।

বাগেরহাটের ৩টি উপজেলায় সকাল ৮ট থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন শেষে এখন চলছে ভোট গনণা।

(এস/এসপি/মে ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ জুলাই ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test