E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জমিবিরোধে বাড়িঘর ভাংচুর,লুটপাট,অগ্নিসংযোগ

২০১৪ নভেম্বর ১৯ ২০:০০:০৩
জমিবিরোধে বাড়িঘর ভাংচুর,লুটপাট,অগ্নিসংযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের হারেঞ্জা গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা।

পুলিশ এলাকাবাসী ও মামলা সুত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের হারেঞ্জা গ্রামের লোকমান ও হাসিম উদ্দীনের সাথে একই গ্রামের হেলাল উদ্দীন ও কামাল উদ্দীন গংদের সাথে পূর্ব শত্র“তা ও জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

চলতি বছরের গত ৬ সেপ্টেম্বর লোকমান ও হাসিম উদ্দীনের বসত বাড়িতে হামলা চালায় হেলাল উদ্দীন ও কামাল উদ্দীনের সঙ্গীয় লোকজন। তাদের উপর্যুপরি সশস্ত্র হামলায় ৭টি বসত ঘর কুপিয়ে লন্ডভন্ড করে দেয় এবং ৩টি ঘর ভেঙ্গেচুরে ভিটা থেকে নিয়ে যায়।

এ সময় হামলাকারীরা ঘরে রক্ষিত আসবাবপত্র ব্যাপক ভাংচুর চালিয়ে মালামাল লুটপাট করে। এমনকি হামলাকারীরা দুটি পরিবারের ১৮টি হালের গরু লুট, ৩টি পানের বরজ ধ্বংস, অসংখ্য ফলজ ও বনজ বৃক্ষাদি নিধন করে। ঘরে থাকা ধান চাউল, নগদ টাকা পয়সা ও অটো গাড়ীও ছিনিয়ে নিয়ে যায়।এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এসব ঘটনার বিচার চেয়ে হোসেনপুর থানায় ও কিশোরগঞ্জ আদালতে একাধিক মামলা দায়ের করেছে ক্ষতিগ্রস্তরা।মামলা দায়ের করায় এ দুটি পরিবার এখন নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছেন। প্রতিপক্ষরা প্রভাবশালী হওয়ায় হামলায় ক্ষতিগ্রস্ত নারীসহ অসহায় কয়েকটি পরিবার হুমকীর মধ্যে রয়েছেন।

উল্লেখ্য ,গত ২৯.৮.১৪ তারিখে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে হেলাল উদ্দীনের স্ত্রী সুফিয়া খাতুন নিহত হন। এ ঘটনায় হেলাল উদ্দীন বাদী হয়ে হোসেনপুর থানায় মামলা দায়ের করে। এ মামলায় ঘটনাস্থলে ছিল না এমন ছাত্র,কিশোরসহ নিরীহ লোকজনদেরকেও আসামী করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের তাসলিমা ও নাজমা আক্তার জানান, আমাদের বাড়িতে হেলাল উদ্দীন ও কামাল উদ্দীন গংদের লোকজন হামলা চালিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত করে। এতে আমাদের দুই পরিবারের প্রায় ৩০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনার বিচার চেয়ে মামলা করায় আমরা এখন নিরাপত্তাহীনতায় রয়েছি। তাদের হুমকির ভয়ে নিজ বাড়িতে থাকতে পারছি না। হোসেনপুর থানার ওসি (তদন্ত) আনিছুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমি এখন থানার বাহিরে রয়েছি পরে আপনার সাথে কথা বলবো বলে জানান।

ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন পুলিশ প্রশাসনসহ সংশি¬ষ্ট ঊর্ধ্বতন মহলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


(পিকেএস/এসসি/নভেম্বর১৯,২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test