E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজনগরে প্রিজাইডিং অফিসারসহ ৪ জনের বিরুদ্ধে ইউএনওর মামলা, আটক ২

২০২৪ মে ২৩ ১৪:৩৭:০০
রাজনগরে প্রিজাইডিং অফিসারসহ ৪ জনের বিরুদ্ধে ইউএনওর মামলা, আটক ২

মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদ নির্বাচনে দ্বায়িত্বে অবহেলার অভিযোগে প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২২ মে) রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, মঙ্গলবার ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ৫৯নং পঞ্চন্দ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠে অভিযুক্তদের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারি রিটার্নিং কর্মকর্তা সুপ্রভাত চাকমা বাদী হয়ে নির্বাচনী দ্বায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ৪ জনের বিরুদ্ধে রাজনগর থানায় মামলা দায়ের করেন। এরই মধ্যে ওই মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে রাজনগর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন পঞ্চন্দ পুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আকাশ দাস ও সহকারী প্রিজাইডিং অফিসার মোঃ জাকির হোসেন। গ্রেফতারকৃদের জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানা গেছে।

তবে ওই মামলায় অপর ২ আসামি পুলিং অফিসার জাকির হোসেন ও আছমা বেগম পলাতক রয়েছেন বলে বুধবার রাতে জানিয়েছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক।

জানাযায়, অভিযুক্তদের বিরুদ্ধে বে-আইনি ভাবে বহিরাগতদের ভোট দানে সহযোগিতা। দায়িত্ব পালনে অবহেলা নির্বাচনে অন্যায় প্রভাব প্রয়োগ করার অভিযোগ রয়েছে।

(একে/এএস/মে ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

২০ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test