E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আটক ৫

২০২৪ মে ২৪ ০০:০১:১৬
মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আটক ৫

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরা মহম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত-৫ জন আসামি আটক। পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ মে রাতে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এসব আসামিদের আটক হয়েছে।  অভিযান চলাকালীন সময়ে যে সকল পুলিশ অফিসার নেতৃত্ব দেন এরা হচ্ছেন।

মহম্মদপুর থানায় এস আই শেখ সায়েদ উল্লাহ, এস আই মোঃ আঃ জব্বার তালুকদার, এএসআই মোঃ সাইদুজ্জামান, উপজেলার বাবুখালী পুলিশ ক্যাম্পে কর্মরত এএসআই মোঃ আনারুল ইসলাম, এএআই মোঃ আমরুজ্জামান, এএসআই মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্সসহ নিয়ে অভিযান চালিয়ে আসামী মোঃ এ্যামেলিয়া মোল্যা, পিং- মোঃ আলতাফ হোসেন ওরফে আলফু, গ্রাম সিন্দাইন, ছাদেক, পিং-আঃ মজিদ মোল্যা, গ্রাম পাল্লা, বাচ্চু মোল্যা, পিং- জহুর মোল্যা, চালিমিয়া মোঃ আলী শেখ, পিং-আঃ গফুর শেখ, গ্রাম দাতিয়াদহ, থানা-মহম্মদপুর, মোস্ত শেখ, পি- আঃ গফুর শেখ, গ্রাম দাতিয়াদহ মহম্মদপুর থানার বিভিন্ন এলাকা থেকে পুলিশ আটক করে। এ বিষয়ে মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান,,ওয়ারেন্ট মূলে বিভিন্ন মামলা ৫ জন আসামিকে আটক করে ২৩ মে দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

(বিএসআর/এএস/মে ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৫ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test