E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নড়াইলে ডা: নীহাররঞ্জন ফাউন্ডেশন গঠন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

২০২৪ মে ২৪ ১৩:৫৭:১৯
নড়াইলে ডা: নীহাররঞ্জন ফাউন্ডেশন গঠন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রূপক মুখার্জি, নড়াইল : উপমহাদেশের প্রখ্যাত ঔপন্যাসিক ডা নীহার রঞ্জন গুপ্তের স্মৃতি, ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখার জন্য নড়াইলের লোহাগড়ায় নীহাররঞ্জন ফাউন্ডেশন গঠন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) বিকাল ৪ টায় উপজেলার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের হলরুমে নড়াইল জেলা সংস্কৃতি উন্নয়ন পরিষদের আহবায়ক অধ্যক্ষ মো: রওশন আলীর সভাপতিত্বে ও ইতনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মো: জহুরুল ইসলাম, লোহাগড়া পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ উত্তম কুমার দত্ত, নড়াইল জেলা কালচারাল অফিসার হামিদুর রহমান, বিশিষ্ট লোক সংস্কৃতি সংগঠক স্বপন গুহ, বিশিষ্ট লোক সংস্কৃতি সংগঠক এস এম আকরাম শাহীদ চুন্নু, অবসরপ্রাপ্ত শিক্ষক মো: আতাউর রহমান ফিরোজ, বীর মুক্তিযোদ্ধা মিনা রাজিব উদ্দিন আহম্মদ, চিত্রশিল্পী আলী আজগর রাজা, নারায়ন চন্দ্র বিশ্বাস প্রমূখ।

সভা শেষে নড়াইলের জেলা প্রশাসক মো: আশফাকুল হক চৌধুরীকে আহবায়ক, সুজন রহমানকে সদস্য সচিব, এস এম আকরাম শাহীদ চুন্নুকে সমন্বয়ক, শেখ মনিরুজ্জামান ও বিপ্লব রহমানকে সংগঠক করে ২৩ সদস্য বিশিষ্ট নীহার রঞ্জন ফাউন্ডেশন
গঠন করা হয়।

উল্লেখ্য, নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে ১৯১১ সালের ৬ জুন প্রখ্যাত ঔপন্যাসিক ডা নীহার রঞ্জন গুপ্ত জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম সত্য রঞ্জন গুপ্ত ও মায়ের নাম লবঙ্গলতা দেবী।১৯৮৬ সালের ২০ ফেব্রুয়ারি তিনি কোলকাতায় মৃত্যুবরণ করেন। তিনি 'লালুভুলু, উত্তর ফাল্গুনী, হাসপাতাল, কালনাগসহ দুই শতাধিক ঔপন্যাস রচনা করে গেছেন।

(আরএম/এএস/মে ২৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test