E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এমপি আনার হত্যা

কোটচাঁদপুর পৌরসভার মেয়রকে গ্রেফতারের দাবি

২০২৪ মে ২৫ ১৯:০১:১০
কোটচাঁদপুর পৌরসভার মেয়রকে গ্রেফতারের দাবি

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিমকে গ্রেফতারের দাবি জানিয়েছেন এমপিকন্যা মুমতারিন ফেরদৌস ডরিন।

শনিবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডরিন বলেন, আমার বাবা হত্যার মূলহোতা আখতারুজ্জামান শাহিনের নাম আসছে তাকে গ্রেফতার করতে হবে। তার ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম। তিনিও আমার বাবা হত্যার বিষয়ে জানতে পারে। আমি তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের দাবি জানাচ্ছি। তার কাছ থেকে অনেক তথ্য বের হতে পারে। তার ভাই শাহিন অনেক আগে থেকেই এলাকার মানুষদের নানাভাবে অত্যাচার নির্যাতন করেছে। তার পৌরসভা নির্বাচনের সময় তার পক্ষে কাজ করেছে। সে তার ভাই সম্পর্কে সবকিছুই জানে। আমার বাবাকে কেটে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে। আর শাহিনের ভাই পৌর মেয়র সহিদুজ্জামান সেলিমকে এখনও আইনের আওতায় আনা হয়নি কেনো?

উল্লেখ্য, গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিলেন আনোয়ারুল আজিম। বুধবার হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জিভা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে সংসদ সদস্য আনার খুন হয়েছেন।

(একে/এসপি/মে ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

১৬ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test