E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈদে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে টাঙ্গাইল জেলা পুলিশের মতবিনিময়

২০২৪ মে ২৬ ১৮:৫৮:৪৭
ঈদে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে টাঙ্গাইল জেলা পুলিশের মতবিনিময়

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে গৃহীত ট্রাফিক পুলিশিং ব্যবস্থা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (২৬ মে) দুপুরে টাঙ্গাইল পুলিশ লাইনস্ মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়।

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দিন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমিরী খান, বাসেক’র বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকেীশলী আহসানুল কবীর পাভেল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

এ সময় জেলা পুলিশের কর্মকর্তা, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি, সড়ক ও জনপথ বিভাগ, বাসেক কর্তৃপক্ষ, পৌরসভা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় ঈদুল আযহার আগে ও পরে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে গণপরিবহন এবং যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

(এসএম/এসপি/মে ২৬, ২০২৪)

পাঠকের মতামত:

২২ এপ্রিল ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test