E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পঞ্চগড় ডিসি গোল্ডকাপ শুরু হবে ১০ জুন

২০২৪ মে ২৮ ১৮:৪৯:৩৩
পঞ্চগড় ডিসি গোল্ডকাপ শুরু হবে ১০ জুন

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১০ জুন শুরু হতে যাচ্ছে। এ বিষয়ে এক প্রস্তুতি সভা জেলা প্রশাসকে দরবার কক্ষে ২৮মে অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসক মো.জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এস এম শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আনোয়ার সাদা'ত সম্রাট, বীরমুক্তিযোদ্ধা ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সায়খুল ইসলামসহ জেলার সর্বস্তরে ক্রীড়া সংগঠকগণ।

সভায় খেলার বাজেট, দল এবং অতিথি বিষয়ক আলোচনা হয়। এই টুর্নামেন্টের উদ্বোধন হবে ১০ জুন বিকাল ৩টায়। প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা ১১ জুন, তৃতীয় ম্যাচ ১২ জুন, শেষ ম্যাচ ১৩ জুন। দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে পর্যায়ক্রমে ২০ এবং ২১ জুন এবং ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ জুন।

এই টুর্নামেন্টে দেশের নামীদামী ৭টি এবং ১টি স্বাগতিক দল অংশ গ্রহণ করবে বলে সভাপতি আশাবাদ ব্যক্ত করেন। জাঁক-জমক আয়োজনে টুর্নামেন্টে পরিচালনা জন্য পঞ্চগড় বীরমুক্তিযোদ্ধা সিরাজুল স্টেডিয়ামের সংস্কার ও সাজ সজ্জা ও দল নিবন্ধনের কাজ ২৯ জুন সকাল থেকে শুরু হবে।

(আরএআর/এসপি/মে ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৭ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test